নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম: জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানের বোন ও গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাসুলিয়া আক্তার (৭৯) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় (১ ফেব্রুয়ারি) গোপালগঞ্জে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ভাই বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার জোহরের নামাজের পর জানাজা শেষে গোপালগঞ্জে নতুন কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
বদরুজ্জামানের বোনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। শোকবার্তায় উপাচার্য প্রয়াত এই শিক্ষিকার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, রাসুলিয়া আক্তার ১০ জানুয়ারি ১৯৪৩ সালে গোপালগঞ্জ সদরে ব্যাংক পাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে বাংলা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।