নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:ফাউন্ডারস ডে উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল সু উপহার দিল এপেক্স ফুটওয়্যার লিমিটেড । আজ রোববার ( ২৬ সেপ্টেম্বর) সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ৫০০০ জোড়া জুতা বিতড়নের ঘোষনা দেয় এপেক্স।
স্পৃহা বাংলাদেশ নামের একটা সামাজিক সংঘটনের মাধ্যমে কার্যক্রমটি সম্পূর্ন করা হবে। এ প্রেক্ষিতে এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে । জুতা হস্তান্তরের পর রায়েরবাজার বধ্যভূমিতে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে কিছু আনন্দঘন সময় অতিবাহিত করেন এপেক্স কর্মকর্তারা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ফুটওয়ারের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও রাজন পিল্লাই।
এছাড়া আরো উপস্থিত ছিলেন এপেক্স ফুটওয়ারের চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার আরিফ শাহরিয়ার, জিএম, মার্কেটিং সাগনিক গুহ এবং হেড অব ব্রান্ড ইবনে আবু জায়েদ ।
আসগর আলী সাবরী , নির্বাহী পরিচালক, স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন ,সহ স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন এর উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
প্রতিবছর ফাউন্ডার্স ডে নামে এই আয়োজনের মাধ্যমে গ্রাহক ও সমাজের সকলের কাছে প্রতিষ্ঠাতার মানবিক আদর্শ এপেক্স পৌছে দেয়ার চেষ্টা করে থাকে ।