300X70
রবিবার , ১৩ ডিসেম্বর ২০২০ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

এবারেও স্টল বসিয়ে হবে প্রাণের বইমেলা, পিছিয়ে যাচ্ছে তারিখ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৩, ২০২০ ৫:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: এবারেও রাজধানীর বাংলা একাডেমি চত্বরে স্টল বসিয়েই হবে প্রাণের বইমেলা। তবে, বইমেলা শুরুর তারিখ পিছিয়ে যাচ্ছে।

রোববার (১৩ ডিসেম্বর) সকালে বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির নেতারা। সেখানে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে ১৫০ জনের বেশি প্রকাশক উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির রাজধানীর সভাপতি মাজহারুল ইসলাম বলেন, ‘মহাপরিচলক আমাদের সঙ্গে আবারও কথা বলে তারিখ নির্ধারণ করবেন। সেটা ২১ ফেব্রুয়ারির আগে। করোনার কারণে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে বইমেলা অনুষ্ঠিত হবে। শুধু তারিখ পেছাবে।’

বইমেলা প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে, তার কাছে তারিখ নিয়ে মেলার আয়োজন করা হবে।’

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘শোনা যাচ্ছিল, ভার্চুয়াল মেলা হবে। এ নিয়ে আমরা মতবিনিময় করেছি। প্রতি বছরের মতো এবারের বইমেলা হবে। তবে তারিখের কিছুটা পরিবর্তন হতে পারে। বইমেলার আয়োজন কীভাবে করা যায় তার একটি প্রস্তাবনা তৈরি করে আমরা বাংলা একাডেমিকে দেব। বাংলা একাডেমি সেই প্রস্তাবনা সরকারকে দেবে। সরকার অনুমতি দিলে ফেব্রুয়ারি মাসের যেকোনো তারিখ থেকে মেলা শুরু হবে।

এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক ও কবি হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে বলেন, ‘বাংলা একাডেমি বইমেলা করার পক্ষে। মেলা বর্তমান পরিস্থিতির আলোকে স্থগিত করেছিলাম। বইমেলা যদি চালু করতে হয়, তাহলে কবে থেকে সেটা চালু করতে পারি সে বিষয়ে প্রকাশকদের কাছে মতামত চেয়েছি। তারা মতামত দিলে আমরা পরবর্তী সিধান্ত জানাবো।’
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর মেলা আয়োজক কমিটির এক বৈঠক হয়। সেখানে ১ ফেব্রুয়ারি বইমেলা আয়োজন স্থগিত করে ভার্চুয়াল মেলার সিদ্ধান্ত হয়।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :