নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঈদ উদযাপন করতে ভোর থেকেই নাড়ির টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ট্রেন, লঞ্চ, বাস, প্রাইভেট কার, মোটরসাইকেলে করে যে যেভাবে পারছেন বাড়ির পথে ছুটছেন। ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-ময়মনসিংহ, এক্সপ্রেসওয়েসহ মহাসড়কগুলোতে যানবাহনের চাপ থাকলেও তেমন যানজট নেই। তবে বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজায় উত্তরবঙ্গগামী মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। একইভাবে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির শিমুলিয়া ফেরিঘাটে দক্ষিণাঞ্চলগামী মোটরসাইকেল আরোহীদের ঢল নেমেছে। ভোগান্তি এড়াতে জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছেন তারা।
এদিকে সায়েদাবাস বাস টার্মিনালে ঘরমুখো মানুষের প্রচণ্ড চাপ দেখা গেছে। টিকিট কেটেও বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ছিলেন যাত্রীরা। বাস ও ব্যক্তিগত গাড়ির অতিরিক্ত চাপের কারণে ভোর থেকেই সায়েদাবাদ বাস টার্মিনাল ও হানিফ ফ্লাইওভার ঘিরে প্রচণ্ড যানজট তৈরি হয়। এতে চরম ভোগান্তির শিকার হন এসব ঘরমুখো মানুষ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট অনেকটা কমে যায়।