নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সােনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১ হাজার ১০০ কোটি টাকা আত্বসাতের অভিযােগে করা মামলায় রিমান্ড মঞ্জুর হওয়া বাকিজন হলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) আমান উল্লাহ।
মামলার তদন্তকারী কর্মকর্তা গতকাল সােমবার মামলার সুষ্ঠু তদন্তের জন্য সােনিয়া দম্পতিসহ তিনজনের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে তাদের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মাের্শেদ আল মামুন ভূঁইয়া।
এর আগে ১৬ আগস্ট ই-অরেঞ্জের বিরুদ্ধে ১ হাজার ১০০ কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাতের অভিযােগে মামলা করেন তাহেরুল ইসলাম নামে এক ভুক্তভােগী। মামলায় তিনি ই-অরেঞ্জের পাঁচ কর্মকর্তাসহ সব মালিককে আসামি করেন। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য রয়েছে।