কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কুয়াকাটা সংলগ্ন বঙ্গোসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৭২০ গ্রাম ওজনের একটি ইলিশ। আর এ ইলিশটি ৫ হাজার
টাকায় কিনে নেন কারিমা ফিসের মালিক মুজিবুর রহমান। সোমবার বিকেল ৩টার দিকে আলীপুর বিএফডিসি মৎস্যঘাটে এই ইলিশ মাছটি বিক্রি করতে নিয়ে আসেন বশির নামের এক জেলে। এসময় মাছটি এক নজর দেখতে ভীড় জমান উৎসুক জনতা।
কারিমা ফিসের মালিক মুজিবুর রহমান বলেন, বশির নামের জেলের জালে ২ কেজি ৭২০ গ্রাম ওজনের ইলিশ মাছটি উঠে আসে।একই সঙে সমুদ্রে বিভিন্ন সাইজের ইলিশ ধরা পড়লে তা বিক্রির জন্য তিনি আলীপুর বিএফডিসি মৎস্যঘাটে নিয়ে আসেন। তবে নিলামে সর্বোচ্চ ৭৪ হাজার টাকা মন হিসাবে পাঁচ হাজার টাকায় বড় ইলিশ মাছটি কিনে নেই। কিনে নেওয়া ইলিশটি ঢাকায় বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন,আশা করছি ঢাকায় মাছটি আরও বেশি দামে বিক্রি হবে।
আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, গত কয়েকদিন যাবৎ বেশ কিছু বড় সাইজের ইলিশের দেখা মিলছে। তাঁর মধ্যে আজকের মাছটি সবচেয়ে বড় এবং ভালো দামও পাওয়া গেছে।