প্রতিনিধি, বগুড়া: এবার সড়কে ঝড়ল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী রায়হান উদ্দিনের প্রাণ । সোমবার রাতে বগুড়া সদর উপজেলার বনানী মোড়ে ট্রাকের নিচে পড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রায়হান উদ্দিন (৩৮) শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকার সফির উদ্দিনের ছেলে।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রায়হান শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত সহকারী (পিএ) ছিলেন।
সুমন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেল যোগে বগুড়া শহর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন রায়হান। হঠাৎ একটি তেলবাহী ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ছিটকে পড়ে যান রায়হান। পরে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়েই মারা যান তিনি।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রাকের চালককে আটক এবং ট্রাকটিকে জব্দ করা হয়েছে।