নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি এবি ব্যাংক লিমিটেড এবং ওয়ালটন প্লাজার মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায়, এবি ব্যাংক ক্রেডিট কার্ডধারীরা ওয়ালটনের ফ্রিজ, এসি, টিভি, ল্যাপটপ, ওয়াশিং মেশিন, মাইক্রো ওয়েভ ওভেন এবং ফ্যান ক্রয়ের ক্ষেত্রে ১৫% ছাড় পাবেন।
এবি ব্যাংকের হেড অব কার্ডস আসিফ হাসান এবং ওয়ালটন প্লাজার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হুসাইন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।