নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি)-তে International Conference on Mechanical Engineering and Applied Science (ICMEAS-2022) শুরু হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন । মেজর জেনারেল মো: ওয়াহিদ-উজ-জামান, বিএসপি (বার), এনডিসি, এওডবিøউসি, পিএসসি, টিই কমান্ড্যান্ট, এমআইএসটি কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন।
পূর্বের কনফারেন্সের ধারাবাহিকতা বজায় রেখে এই দ্বিতীয় কনফারেন্সটি বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশ যেমন- অস্ট্রেলিয়া, ব্রæনাই, কানাডা, আয়ারল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিজ্ঞানী, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ, গবেষকদের অভিজ্ঞতা ও চিন্তাধারা বিনিময়ের একটি মিলনমেলায় পরিণত হয়েছে। এই কনফারেন্সটির মাধ্যমে নব্য গবেষক ও বিজ্ঞানীদের জন্য, মেধাবী ও অভিজ্ঞ ব্যক্তিদের সাথে মতবিনিময়ের একটি অনন্য সুযোগ তৈরি হয়েছে।
এটি শিক্ষার্থী, শিক্ষক ও শিল্প ক্ষেত্রে সংশ্লিষ্টদের জন্য অত্যন্ত ফলপ্রসু হবে। এই কনফারেন্সে গবেষক, শিক্ষার্থী ও শিক্ষকগণ মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং, এরোনটিক্যাল, নেভাল ও এনার্জি ইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় সমূহের সাম্প্রতিক উদ্ভাবন ও ট্রেন্ড এবং তার সমাধান সমূহ উপস্থাপন ও আলোচনা করবেন বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য, কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান আগামী ১০ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন বিষয়ের উপর শ্রেষ্ঠ গবেষণাপত্র উপস্থাপনকারীদের পুরস্কৃত করা হবে।