আর.এন শ্যামা, নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইল নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন তাঁর ঐচ্ছিক ফান্ড থেকে সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন ইউনিয়নের ৪২ জন দু:স্থ অসহায় নারী-পুরুষের মাঝে প্রতিজনে ৫ হাজার টাকা করে মোট ২ লক্ষ ১০ হাজার টাকা বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হক প্রমুখ।