বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশে প্রথমবারের মত চালু হলো ‘সপ্তাহে একবার’ মুখে খাওয়ার ডায়াবেটিস এর ঔষধ মার্জেভ।
রবিবার রাজধানীর ঢাকা ক্লাবে নতুন ঔষদের প্রয়োগিক কার্যক্রমের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক ফারুক পাঠান এবং বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি অধ্যাপক এসএম আশরাফুজ্জামান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ফারিয়া আফসানা। ডক্টর ফারিয়া তার উপস্থাপনায় রোগীদের ডায়াবেটিস চিকিৎসার সাথে দীর্ঘদিন ব্যাপি জড়িত রাখতে ঔষধটি জরুরী অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন।
ঔষধটির নির্মাতা প্রতিষ্ঠান এসিআই ফার্মাসিউটিক্যালস এর উর্ধ্বতন কতৃপক্ষ থেকে বলা হয়, কম খরচে ও সহজে ডায়াবেটিস নিয়ন্ত্রন ও রোগীর জীবনের মানোন্নয়নের জন্য তাদের এই ঔষধ যুগান্তকারী অবদান রাখবে।