300X70
শনিবার , ৫ নভেম্বর ২০২২ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কারাগারে জাতীয় চার নেতা হত্যা ইতিহাসের নিষ্ঠুরতম জেল হত্যাকাণ্ড : উপাচার্য ড. মশিউর রহমান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ৫, ২০২২ ১১:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা ইতিহাসের নিষ্ঠুরতম জেল হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

তিনি বলেন, ‘জাতীয় চার নেতার প্রত্যেকেই ছিলেন গভীর দেশপ্রেমিক। কতটা অকৃতজ্ঞ জাতি হলে দেশসৃষ্টির লড়াই-সংগ্রামে যারা ওতপ্রোতভাবে জড়িত তাদেরকে জেলখানার মতো নিরাপদ জায়গায় নির্মমভাবে হত্যা করা হয়!’ গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ‘জেল হত্যা: মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি নির্মূলে ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

দেশের প্রথিতযশা এই সমাজচিন্তক বলেন, ‘জাতিরাষ্ট্রের সৃষ্টিতে যারা বিপ্লবী তাদের কারাগারে নেয়াই তো একটা অপরাধ। কারণ কারাগার হলো নিরাপদ জায়গা। বিএনপিসহ যেসব দল আজকে গণতন্ত্রের কথা বলেতাদের লজ্জা থাকা উচিত। কারণে সেসময়ে ক্ষমতাসীনরা পরিকল্পিতভাবে তাদের হত্যা করেছে, এটাতে কোনো বিভ্রান্তি নেই। অথচ কারাগারে থাকা চারজন মানুষ আইনের আওতায় আসতে পারতেন। বিচারের আওতায় আসতে পারতেন। কিন্তু সেসব না করে নিরাপদ জায়গায় কাপুরুষের মতো করে নৃশংস ও পরিকল্পিতভাবে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে।’

উপাচার্য আরও বলেন, ‘যারা জাতিরাষ্ট্র সৃষ্টি করেছেন, তাদের বিনা বিচারে নিষ্ঠুরভাবে একের পর এক হত্যা করা হলো। এমন নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রাজনৈতিক মতাদর্শের লোকেরা আজকে যদি সমাবেশের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, মুক্তির কথা বলে সেটি বড়ই লজ্জার। আপনারা ইতিহাসের দিকে তাকান।

আপনার অতীতের লোকেরা যারা ক্ষমতায় ছিল, তারা জাতির পিতাকে সপরিবারে নিষ্ঠুরভাবে হত্যা করার পর তাঁর ঘনিষ্ঠ চার অনুসারীকে হত্যা করলো। কারণ তারা জানতো এই চার জনের একজনও যদি বেঁচে থাকে, তাহলে তারা যা করেছে তা সব মিশিয়ে দিতে পারবে। সেকারণেই কাপুরুষোচিত মনোভাব নিয়ে জাতীয় চারনেতাকে হত্যা করা হলো।’

উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘হাজার বছরের বঞ্চিত মানুষ, শোষণের নিগরে বাধা যে মানুষ, তাদের শৃঙ্খল মুক্ত করবার যে নিরলস প্রচেষ্টা বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতীয় চার নেতা চালিয়েছেন। যে সংগ্রাম গাঁথা তারা গেঁথেছেন। তা নিয়ে আলোচনা করে মূলত আমরা শাণিত হই।

আমরা শাণিত হই এ কারণে, যারা প্রিয় দেশমাতৃকাকে ভালোবাসে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, যারা মনে করে বাংলাদেশ আজকের যে পর্যায় পৌঁছেছে তার পেছনে রয়েছেন জাতীয় চার নেতা এবং আমাদের সকলের নেতা বঙ্গবন্ধু। এই বাংলাদেশ জাতিরাষ্ট্র সৃষ্টির মহাকাব্য রচনা কোন পথে করেছেন বঙ্গবন্ধু। ৩রা নভেম্বর কেন ঘটেছে। এই দুটোকে যদি একসঙ্গে পর্যালোচনা করি তাহলে বোঝা যায়, আজকের চিহ্নিত শত্রুরা একই রকম ছিল সেসময়ে।’

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম, ৯ মাসের সশস্ত্র লড়াই, বাঙালি গেরিলা যুদ্ধ করেছে। কিন্তু বাঙালি কি শুধুমাত্র পাকিস্তান নামক সামরিক শাসনের বিরুদ্ধে লড়েছে। নাকি বাঙালি গেরিলা যুদ্ধ করেছে তাদের যারা সমর্থন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন পরাশক্তির মতো রাষ্ট্রের বিরুদ্ধে। সেই জায়গায় দাঁড়িয়েও বঙ্গবন্ধুর বিশালতা কী ছিল। তাদের সংঘবদ্ধ শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েও গেরিলা যোদ্ধারা ৯ মাসের মধ্যে সশস্ত্র সংগ্রামে পাকিস্তানি শক্তিকে পরাস্থ করেছে।

আমরা বিজয়ী জাতি হয়েছি। এটি তো অহংকারের বিষয়। মাত্র ৯ মাসে পাকিস্তানি শক্তিকে শুধু পরাভূত করা হয়নি, সেই সময়ে তৎকালিন মার্কিন যুক্তরাষ্ট্রর মতো পরাশক্তির সমর্থন থাকা সত্তে¡ও পরাজয় বরণ করতে হয়েছে পাকিস্তানকে। এটি ছিল মূলত বঙ্গবন্ধুর বিশাল নেতৃত্বের কারণে। বিশ্বজনীন নেতা তিনি সেই সময় হয়ে উঠেছিলেন। তখনই গোটা বিশ্ব বঙ্গবন্ধুকে চিনতেন, জানতেন। এই চার জাতীয় নেতা অতন্দ্র প্রহরীর মতো তার সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন।’

জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের বিভিন্ন বর্ণনা তুলে ধরে উপাচার্য বলেন, ‘ছয় বছরের শিশু সোহেল তাজ। বাবাকে দাফন করে ঘরে এসে মাকে জিজ্ঞাস করছে বাবা কোথায়। জোহরা তাজউদ্দীন উত্তর দিয়েছে বাবা বিদেশে। সন্তান অপেক্ষায় বাবা বিদেশ থেকে আসবেন। কিন্তু বাবা আর ফেরেন নাই। এসব নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রাজনৈতিক দলগুলোর নেতারা যখন গণতন্ত্রের কথা বলেন- এটা জাতির সঙ্গে যে কতবড় তামাশা সেটি স্পষ্ট।

আমাদের দুর্ভাগ্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট এর হত্যাকারীর এদেশে রাজনীতির নামে পুনর্বাসিত হয়েছে। তাদের কাছ থেকে আমাদের রাজনীতির শিক্ষা নিতে হয়। যদি লজ্জা থাকতো তাহলে তারা নিজ থেকে এই ধরনের রাজনৈতিক মতাদর্শের কথা যখন বলে তখন বারংবার ক্ষমা চাইতেন। ছয় বছরের শিশুপুত্রের বাবাকে খোঁজার উত্তর কী কোনো দিন বিএনপি-জামায়াতের নেতারা দিতে পারবে?’

ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আক্তার, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক মহিউদ্দিন মানিক, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল-মামুন, রেহান সোবহান, সাংগঠনিক সম্পাদক ড. লিয়াকত হোসেন মোড়ল, লুৎফর রহমান প্রমুখ।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :