300X70
সোমবার , ১৯ অক্টোবর ২০২০ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

এসপি জিয়াউল হকের জবাব দাখিলের নতুন তারিখ আগামী ১৯ নভেম্বর

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১৯, ২০২০ ১১:৩৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (ট্রেনিং অ্যান্ড মিডিয়া) জিয়াউল হকের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে করা মামলায় সমন ফেরত ও জবাব দাখিলের নতুন তারিখ আগামী ১৯ নভেম্বর ধার্য করেছেন আদালত।

রোববার (১৮ অক্টোবর) এ মামলায় সমন ফেরত ও জবাব দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন সমন ফেরত আসেনি এবং জবাবও দাখিল করা হয়নি। এজন্য ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্য সমন ফেরত ও জবাব দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন।

গত ১৫ সেপ্টেম্বর মো. জাকির হোসেন চৌধুরী নামের এক ব্যবসায়ী জিয়াউল হকের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, জাকির হোসেন চৌধুরীর ভাই বাচ্চু হোসেন গোপালগঞ্জে বেকারির দোকানে কাজ করতেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম, এসআই গোলাম কিবরিয়া, সোর্স প্রবাল বিশ্বাস প্রায়ই ওই দোকানে যাতায়াত করতেন। তারা দোকানের মালামাল নিয়ে টাকা না দিয়ে চলে যেতেন। একদিন এসআই গোলাম কিবরিয়া ও সোর্স প্রবাল বিশ্বাস এসে কফি খেতে চান। পানি গরম নেই বলে কফি দিতে অপারগতা প্রকাশ করেন বাচ্চু হোসেন। এজন্য তারা বাচ্চুর সঙ্গে খারাপ আচরণ করেন এবং খারাপ পরিণতি করার হুমকি দেন।

গত বছর ৭ মে বাচ্চুর দোকানে চা খেয়ে চলে যান প্রবাল বিশ্বাস। এর কিছুক্ষণ পর তিনি ফিরে এসে বাচ্চুকে বলেন, ‘দোকানে একটি ব্যাগ ফেলে গেছি। ব্যাগে ১ লাখ ৬৫ হাজার টাকা ছিল।’ বাচ্চু ব্যাগটি পেয়েছেন কি না, জিজ্ঞাসা করেন প্রবাল। তখন বাচ্চু জানান, তিনি কোনো ব‌্যাগ পাননি। পরে এসআই গোলাম কিবরিয়া বাচ্চুকে থানায় নিয়ে বেদম পিটিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেন।

থানা থেকে বের হয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেন বাচ্চু হোসেন। হাসপাতাল থেকে ১৬ মে রিলিজ নিয়ে নির্যাতনের বিচার চেয়ে পুলিশ সদর দপ্তরে আবেদন করেন বাচ্চু হোসেন। এ ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসপি জিয়াউল হককে। তিনি গত বছর ১৩ জুন ও ২২ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য বাচ্চুকে ডেকে পাঠান। কিন্তু বাচ্চু অসুস্থ হওয়ায় যেতে পারেননি। পরে কিছুটা সুস্থ হলে তিনি এসপি জিয়াউল হকের কাছে যান। কিন্তু সেদিন তিনি তার সাক্ষাৎ পাননি। বাচ্চু হোসেন পরবর্তী সময়ে সাক্ষাতের জন্য সময় প্রার্থনা করলেও তা আমলে নেওয়া হয়নি। পরে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে তদন্ত প্রতিবেদন দাখিল করেন জিয়াউল হক।

বাদীর অভিযোগ, এ ধরনের প্রতিবেদনের ফলে ভিকটিমের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। এ প্রতিবেদন শুধু দোষীদের রক্ষাই করেনি, বরং বাদীর সুনামকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ব্যক্তিগত, ব্যবসায়িকভাবে ক্ষতি হয়েছে বাদীর, যা অপূরণীয়।

এদিকে, পুলিশে অভিযোগ দেওয়ার পর বাচ্চু ও তার স্ত্রী সাহিদার বিরুদ্ধে গোপালগঞ্জে মামলা করেন পুলিশের এক সোর্স।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :