স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ২৪ বছর অপেক্ষার পর অবশেষে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছে পাকিস্তান ক্রিকেট দল। এদিন রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের ইমাম ইল হক অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের অর্ধশতক তুলে নিয়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৬ বল খেলে ইমাম এক ছক্কা ও আটটি চারের বিনিময়ে ৫২ রান করেন। অপর প্রান্তের আরেক ব্যাটার আবদুল্লাহ শফিক ৮৩ বল মোকাবেলা করে ৩৩ রান সংগ্রহ করেছেন। এতে পাকিস্তান দলের সংগ্রহ দাঁড়িয়েছে ৮৯।
এর আগে ঐতিহাসিক উপলক্ষের এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম সেশনে ২৯ ওভার ব্যাটিং করে কোনো উইকেট না হারিয়ে পাকিস্তান এই রান সংগ্রহ করেছে।
এদিন তিন স্পিনার ও দুই পেসার দিয়ে সাজিয়েছে নিজেদের একাদশ সাজিয়েছে পাকিস্তান। অন্যদিকে চার পেসার ও এক স্পিনারে দল সাজিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।