চট্টগ্রাম প্রতিনিধিঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী দুই বছরের জন্য চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ। একইসঙ্গে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রুহুল আমীন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট হয়েছেন রাইসা মাহবুব।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে চেম্বারের বোর্ড অব ডাইরেক্টর্সের সভায় নবনির্বাচিত পরিচালকদের সরাসরি ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষে ৩০ সেপ্টেম্বর এই নবনির্বাচিত পর্ষদ দায়িত্ব গ্রহণ করবে।
নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে নবনির্বাচিত পরিচালক একেএম আক্তার হোসেনের পরিচালনায় নবনির্বাচিত পরিচালকম-লী থেকে প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম চেম্বারের নবনির্বাচিত সভাপতি ওমর হাজ্জাজ রিলায়েন্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। এর আগে তিনি চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন।