নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ওয়েডিং সিজন উদযাপনের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক শহরের নামকরা সব বিউটি স্যালুনের সাথে চুক্তি স্বাক্ষর করেছে।
এ চুক্তির অধীনে ‘তারা’ ডেবিট ও ক্রেডিট কার্ডের গ্রাহকরা স্বনামধন্য পার্লারের ব্রাইডাল প্যাকেজ ও গ্রোমিং সার্ভিসে ৪০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা উপভোগ করবেন। আগামী জানুয়ারি, ২০২২ পর্যন্ত এ অফার পাওয়া যাবে।
বর্তমানে গ্রাহকরা সরাসরি পার্লারে গিয়ে সার্ভিস গ্রহণ করছেন। এ প্রেক্ষিতে ব্র্যাক ব্যাংক ‘তারা’ এই বিশেষ অফার নিয়ে এসেছে। গ্রোমিং ও ওয়েডিং আরও রঙিন ও আনন্দময় করতেই এ অফার দেয়া হচ্ছে।
ওমেন্স ওয়ার্ল্ড, রেড বাই আফরোজা পারভিন, সোনালী’জ এইচডি মেক-আপ এন্ড স্যালুন, দ্যা পাওডার রুম, গালা মেকওভার স্টুডিও এন্ড স্যালুন, টিউলিপ নেইলস এন্ড স্পা ও এলেন এর সব আউটলেটে এ ডিসকাউন্ট সুবিধা পাওয়া যাবে। ব্র্যাক ব্যাংক তারা ফেইসবুক পেইজে এ অফারের বিস্তারিত পাওয়া যাবে।