সংবাদদাতা, কক্সবাজার: কক্সবাজারের রামুতে ৬ হাজার ইয়াবাসহ চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) ২ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। গত ১৮ ফেব্রুয়ারি তাদের গ্রেপ্তার করা হলেও ঘটনাটি এতোদিন গোপন রেখেছিল পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন- মো. কামরুজ্জামান (৫৪) ও সাইফুল ইসলাম। কামরুজ্জামান চট্টগ্রাম আদালতের চান্দনাইশ জেনারেল রেজিস্ট্রার অফিসের এসআই পদমর্যাদার জিআরও। এ ঘটনায় বিভাগীয় মামলা হওয়ার পর ওই এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়।
কক্সবাজার পুলিশ সূত্র জানায়, মরিচ্যা চেকপোস্টে বিজিবি সদস্যরা এসআই কামরুজ্জামানকে গ্রেপ্তার করে। পরে, তল্লাশি করে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ৬ হাজার ইয়াবার মধ্যে ৩ হাজার ইয়াবা আংশিক গলিত অবস্থায় ছিল।
পুলিশ সূত্র আরও জানায়, সঙ্গী সাইফুলকে সঙ্গে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন এসআই কামরুজ্জামান। বিজিবি সদস্যরা সিএনজি থামিয়ে তল্লাশির সময় ইয়াবা উদ্ধার ও তাদের গ্রেপ্তার করে।
ইয়াবাসহ গ্রেপ্তার এসআই আগে টেকনাফে কর্মরত ছিলেন এবং গ্রেপ্তারের সময় তিনি ইউনিফর্ম পরা ছিলেন।