300X70
বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি ২০২১ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কঠিন চ্যালেঞ্জের সামনে টাইগাররা নামছে আজ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১১, ২০২১ ২:২৯ পূর্বাহ্ণ

মাঠে-মাঠে প্রতিবেদক: মিরপুরে আজ সকাল সাড়ে ৯টায় শেষ টেস্ট শুরু। ঘরের মাঠে এবার হোয়াইটওয়াশ এড়ানোর কঠিন চ্যালেঞ্জের সামনে টাইগাররা। সাকিবের পর ছিটকে গেছেন সাদমানও।

এর আগেও মিরপুরে বাংলাদেশ-উইন্ডিজ মুখোমুখি হয়েছে তিনবার। ১১, ১২তে হারলেও সবশেষ ১৮তে মিরাজের ঘূর্ণিতে ইনিংস ব্যবধানে জিতেছিলো টাইগাররা।

সব মিলিয়ে মিরপুরে ২০ টেস্ট খেলেছে বাংলাদেশ। যার ১১টাতেই হার। ছয়টায় জয়। এই মাঠেই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে জয়ের স্বাদ আছে টাইগারদের। ঘরের মাঠে বাংলাদেশ সাদা পোশাকে সবশেষ হোয়াইটওয়াশ হয়েছিলো ২০১২ সালে এই উইন্ডিজের বিপক্ষে। এবার লজ্জা এড়াতে পারবে তো বাংলাদেশ!

কয়েক দিনের ব্যবধানে আবারো দলে সৌম্য সরকার। সাদমানও ছিটকে যাওয়ায় সাকিবের রিপ্লেসমেন্ট মোসাদ্দেক নয় সৌম্য। দলের রোলটাও পাক্কা অলরাউন্ডারের। সাদা পোশাকে মাঠে নামার আগে অনুশীলনের সুযোগ পেলেন মোটে একটা সেশন। সৌম্যের মতো কি ভাগ্য বদলাতে পারবে টিম টাইগার্স!

সাগরিকায় ফিল্ডিংটাই ভুগিয়েছে বেশি, তাইতো শিষ্যদের নিয়ে এ বিভাগটাতেই মনোযোগ হেড কোচের। চট্টগ্রাম এখন অতীত। সামনে হোম অব ক্রিকেটে চ্যালেঞ্জের বাড়াবাড়ি। হোয়াইটওয়াশ এড়াতে জিততেই হবে টাইগারদের।

সাকিব-সাদমান নেই, একাদশে কমপক্ষে দুই পরিবর্তন। সৌম্য খেলছেন সেটাও নিশ্চিত। আরেকটা জায়গায় কে? কোন ঝুঁকি নিতে চাইছে না ম্যানেজমেন্ট, মিঠুনের সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। ঢাকার উইকেট বরাবর স্পিন ট্র্যাক। একাদশে তিন স্পিনারের সঙ্গে সম্ভবত থাকছে পেসার একজনই। সকালের উইকেট দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত।

রেকর্ড গড়ে টেস্ট জয়ের পর নির্ভার ওয়েস্ট ইন্ডিজ। আত্মবিশ্বাসের চূড়ায় তারা। সুযোগটা হাতছাড়া করতে চায়না মোটেও। তাই অনুশীলনেও বেড়েছে মনোযোগ।

মিরপুরের উইকেট বরাবরই স্পিন বান্ধব। এবারও ব্যতিক্রম হচ্ছে না সেটার। টাইগার ঘূর্ণি বোলারদের জন্য প্রস্তুত শেরে বাংলার চার নম্বর পিচ। গেল কয়েকটা টেস্ট তো গড়ায়নি পাচ দিনও। এমনকি তিন দিনেও শেষ হয়েছে ম্যাচ। মিরপুরের সাম্প্রতিক সময়ের পরিসংখ্যানে স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ।

 

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :