300X70
রবিবার , ২০ ফেব্রুয়ারি ২০২২ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কবি কাজী রোজীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২০, ২০২২ ১১:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও বিশিষ্ট কবি কাজী রোজী আর নেই।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ২টা ৩০ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। এই গুণী ব্যক্তির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো পৃথক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন তারা।

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘কাজী রোজী তার লেখনীর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে কাজ করে গেছেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ‘

রাষ্ট্রপতি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘কবিতার পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারে কবি কাজী রোজীর সাহসী ভূমিকা স্মরণীয় থাকবে। ‘

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কাজী রোজী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এ ছাড়া নানান শারীরিক জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কাজী রোজীর মরদেহ হাসপাতাল থেকে সেগুনবাগিচার বাসভবনে নেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে মিরপুর কবরস্থানে দাফন করা হতে পারে।

কাজী রোজী ১৯৪৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

ষাটের দশকে কবিতা লেখা শুরু করেন কাজী রোজী। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো, ‘লড়াই’, ‘পথঘাট মানুষের নাম’, ‘আমার পিরানের কোনো মাপ নেই’ প্রভৃতি।

কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০২১ সালের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন তিনি।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

মুক্তিপণ দিয়ে ছাড়া পেলো টেকনাফে অপহৃত ৭ বাংলাদেশি

নারায়ণগঞ্জে ১৬ ইউপিতে ৮৪৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জে হিজড়াদের মাঝে জেলা প্রশাসনের খাদ্য বিতরণ

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ‘টাউন হল মিটিং-ফেব্রুয়ারি ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রামের খুলশীতে উপশাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক

গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের উদ্যোগে সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদেশে ২২৩ কোটি টাকা পাচার: সম্রাটের বিরুদ্ধে চার্জশিট

মহামারিকালীন জনস্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি

তিস্তার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, বন্দি শত শতপরিবার

ভারতের প্রধানমন্ত্রীর সাথে জাতীয় পার্টি নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত

ব্রেকিং নিউজ :