300X70
মঙ্গলবার , ১৯ অক্টোবর ২০২১ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

নারায়ণগঞ্জে ১৬ ইউপিতে ৮৪৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১৯, ২০২১ ১১:১৪ পূর্বাহ্ণ

ওমর ফারুক রুবেল, নারায়ণগঞ্জ: আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে নারায়ণগঞ্জের তিন উপজেলার ১৬ ইউপিতে চেয়ারম্যান ও মেম্বার পদে ৮৪৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনে অংশ নেওয়ার জন্য রোববার (১৭ অক্টোবর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৮৪৪ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৬৪ জন। সাধারণ সদস্য (মেম্বার) ও সংরক্ষিত নারী সদস্যের ১৯২ পদের বিপরীতে ৭৮০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

তবে গোলাকান্দাইল ও ভুলতা ইউপিতে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার রাতে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

তবে চুড়ান্ত তালিকায় কারা শেষ পর্যন্ত ভোট যুদ্ধে অংশ নিবেন তা জানা যাবে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৬ অক্টোবর।জেলা নির্বাচন অফিসারের সূত্রমতে, কাশীপুর ইউপি চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম সাইফউল্লাহ বাদল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুহাম্মাদ ওমর ফারুক ও স্বতন্ত্র প্রার্থী রাশেদুল ইসলাম।

এছাড়া সাধারণ সদস্যের ৯টি পদের বিপরীতে ৩৫ জন ও সংরক্ষিত নারী সদস্যের ৩টি পদের বিপরীতে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বক্তাবলী ইউপি চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম শওকত আলী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবুল হোসেন ও একজন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৪২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এনায়েতনগর ইউপি চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আলী। এছাড়া সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কুতুবপুর ইউপি চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুল আলম সেন্টু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মনোনীত প্রার্থী এস এম কাদির, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী, জাকের পার্টির মনোনীত প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আলীরটেক ইউপি চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেন, স্বতন্ত্র প্রার্থী সায়েম আহাম্মেদ, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ও জাকের পার্টির মনোনীত প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৩০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গোগনগর ইউপি চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিন, ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল কাশেম ও তিনজন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কামরুল হাসান তুহিন। তবে সাধারণ সদস্য পদে ৩৬টি ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। ভুলতা ইউপিতেও চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত আরিফুল হক ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বর্তমান পরিষদেরও চেয়ারম্যান। ইউপির সাধারণ সদস্য পদে ৩৩টি ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭টি মনোনয়নপত্র জমা পড়েছে।

ভোলাব ইউপি চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. তায়েবুর রহমান, ইসলামী আন্দোলনের প্রার্থী, জাকের পার্টির প্রার্থী, দুইজন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৩০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিন উপজেলার ১৬ ইউপিতে নির্বাচন পরিচালনার জন্য ৭ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। কুতুবপুর, গোগনগর ও এনায়েতনগর ইউপির রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন। আলীরটেক ও বক্তবলী ইউপি নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছেন সদর উপজেলা প্রাণিসম্পাদক কর্মকর্তা আতাউর রহমান। কাশীপুর ইউপির রিটার্নিং কর্মকর্তা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়।

মদনপুর, বন্দর ও কলাগাছিয়া ইউপিতে বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল কাদির রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। মুছাপুর ও ধামগড় ইউপিতে বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

মুড়াপাড়া, কায়েতপাড়া, ভুলতা ইউপির রিটার্নিং কর্মকর্তা হলেন রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান। ভোলাব ও গোলাকান্দাইল ইউপিতে আড়াইহাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের বৈঠক শেষে সারাদেশের ৮৪৮টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জের সদর উপজেলার ৬টি, বন্দর উপজেলার ৫টি ও রূপগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ধার্য করা হয় ১৭ অক্টোবর। এরপর মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোট গ্রহণ হবে ১১ নভেম্বর। নির্বাচনে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও মুড়াপাড়া ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

জনপ্রতিনিধিদের যথোপযুক্ত জবাবদিহিতাই নাগরিকদের সেবাপ্রাপ্তি নিশ্চিত করবে : স্থানীয় সরকার মন্ত্রী

মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেফতার

শ্যামপুর চিনিকল ৯ মাস ধরে বন্ধ, শতাধিক কর্মচারীর মানবেতর জীবন যাপন

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও বারডেম হাসপাতালের সমঝোতা স্মারক নবায়ন

ভিয়েতনামের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় ফ্রেন্ডশীপ মেডেল গ্রহণ করলেন পূজা সেনগুপ্ত

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ করোনামুক্ত

দক্ষিণ সুদানে UNMISS সফর শেষে ঢাকার উদ্দেশ্যে সেনাবাহিনী প্রধান এর যাত্রা

বাঙালির সব অর্জনে জড়িয়ে থাকা আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন দেশের স্বাধীনতা : তথ্যমন্ত্রী

পরিচ্ছন্ন কর্মীদের বরাদ্দকৃত বাসাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার : মেয়র শেখ তাপস

চট্টগ্রামের আসকার দীঘির পাড়ে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

ব্রেকিং নিউজ :