নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: সাবেক সংসদ সদস্য, কবি, রাজনীতিবিদ কাজী রোজী আর নেই।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ২টা ৩০ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
আজ রবিবার সকালে কাজী রোজীর কন্যা সুমী সিকান্দার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
কাজী রোজী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এ ছাড়া নানান শারীরিক জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কাজী রোজীর মরদেহ হাসপাতাল থেকে সেগুনবাগিচার বাসভবনে নেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে মিরপু্র কবরস্থানে দাফন করা হতে পারে।
কাজী রোজী ১৯৪৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
ষাটের দশকে কবিতা লেখা শুরু করেন কাজী রোজী। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো, ‘লড়াই’, ‘পথঘাট মানুষের নাম’, ‘আমার পিরানের কোনো মাপ নেই’ প্রভৃতি।
কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০২১ সালের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন তিনি।