কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার অন্তাবুনিয়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম এর জনসভা চলা কালে মরিচ পুড়িয় ও সভাস্থলে অন্য দলের স্লোগ্নান দিয়ে ভীতি সঞ্চার করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় বিএনএম প্রার্থী ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ এর বক্তব্য চলাকালে সভাস্থলের পিছনে মরিচ পুড়ানো হয়, এতে তীব্র ঝাঝে প্রার্থী সহ সভাস্থলে উপস্থিত সবাই কাঁশতে থাকে।মরিচের তীব্র ঝাঝ সর্য্য না করতে পেরে জনসভা দ্রুত শেষ করা হয়।
এর আগে সন্ধ্যায় সভাস্থলে বিএনএম নোঙ্গর প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ অন্তাবুনিয়া বাজারে পৌঁছালে তাকে দেখে শতাধিক কিশোর ও যুবক নৌকা প্রতীকের পক্ষে মিছিল ও সোডাউন করে। বিএনএম প্রার্থী অন্তাবুনিয়া বাজারে দোকারদারদের সাথে জনসংযোগ বাদ দিয়ে দ্রুত চলে আসে।এঘটনায় প্রার্থীর সাথে উপস্থিত ব্যক্তিরা ভিতু হয়ে পড়ে।
এবিষয়ে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ বলেন,বিষয়টি দুঃখজনক ও উদ্বেগের।আমার বক্তব্য চলাকালে সভাস্থলের পেছন হতে কেহ বা কারা মরিচ পুড়িয়ে সভা বন্ধের চেষ্টা করেছে।শতাধিক কিশোর যুবক আমাকে দেখে নৌকার পক্ষে মিছিল শুরু করে এতে আমার সাথে আগত কর্মীরা ভীতু হয়ে পড়ে।