বাহিরের দেশ ডেস্ক: বিশ্বজুড়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে সারাবিশ্বে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন দেশে ৩ হাজারের বেশি মানুষ মারা গেছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে ১৮ লাখের বেশি মানুষের।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৫ লাখ ৫ হাজার ৮৩৯ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩০ কোটি ৭৮ লাখ ৬৯ হাজার ৪৬ জনের।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩ হাজার ৩০৬ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৮ লাখ ৫১ হাজার ৮৯৪ জনের।