বাহিরের দেশ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনায় দৈনিক তিন লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন ভারতে। এছাড়া দৈনিক মৃত্যু প্রায় চার হাজারের কাছাকাছি। করোনা সংক্রমণ ঠেকাতে বেসামাল ভারত।
সম্প্রতি ভারতে করোনার দ্বিতীয় ঢেউ রীতিমতো সুনামির আকার ধারণ করেছে।
প্রতিদিন তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
এরমধ্যেই বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ নিশ্চিত আঘাত হানবে।
গতকাল বুধবার (৫ মে) ভারতের কেন্দ্রীয় বিজ্ঞান উপদেষ্টা ড. কে বিজয়রাঘবন গণমাধ্যমকে বলেন, ভারতে সংক্রমণ ছড়িয়ে পড়েছে, করোনার তৃতীয় ঢেউ আসতে বাধ্য। তবে সুনির্দিষ্ট সময় পরিষ্কার করে বলতে পারেননি।
আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ ধীরে আসবে। কিন্তু আমাদের তৈরি থাকতে হবে। তৃতীয় ঢেউ মোকাবিলায় টিকাগুলোকে আরও উন্নত করতে হবে।
বুধবারের হিসাব অনুসারে, আগের ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮২ হাজার মানুষ। মারা গেছে আরও ৩ হাজার ৭৮০ জন।