300X70
শুক্রবার , ২৫ ডিসেম্বর ২০২০ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

করোনার নতুন ধরন নিয়ে উদ্বেগ বাড়ছে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২৫, ২০২০ ৮:২৬ অপরাহ্ণ

২০ দিনে নেগেটিভ সনদ ছাড়া দেশে ফেরেন ২ হাজার যাত্রী

বাঙলা প্রতিদিন ডেস্ক:
বিশ্বজুড়ে করোনার নতুন ধরন (স্ট্রেইন) নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি বাংলাদেশেও এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। এরই মধ্যে ৪০টির বেশি দেশ যুক্তরাজ্যের (যেখানে এই নতুন ধরনের সূত্রপাত) সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করেছে। করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে আলোচনা করতে সদস্যদের বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে আকাশপথে করোনা নেগেটিভ সনদ ছাড়া দেশে ফেরা অব্যাহত আছে। যদিও করোনাভাইরাসের নেগেটিভ সনদ ছাড়া যাত্রী পরিবহনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিষেধাজ্ঞা রয়েছে। গত ৫ ডিসেম্বর সনদ ছাড়া যাত্রী পরিবহন নিষেধ করা হয়। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন এয়ারলাইন্সে প্রতিদিন গড়ে প্রায় ১০০ জন করে যাত্রী সনদ ছাড়াই দেশে ফিরেছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই স্ট্রেইনে বিশ্বে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। আমাদের দেশে যদি এই ভেরিয়েন্ট (নতুন ধরন) ঢুকে যায় তাহলে শিশুরাই সর্বোচ্চ ঝুঁকিতে থাকবে, কারণ তাদের জন্য কোনো ভ্যাকসিন নেই। তারা বলছেন, ‘এমনিতেই আমাদের খারাপ অবস্থা। তার ওপর যদি নতুন স্ট্রেইন চলে আসে বাংলাদেশে আরও অবস্থা খারাপ হবে। আর হোম কোয়ারেন্টিনের অভিজ্ঞতা কোনোভাবেই ঠিক নয়, আমাদের অতীত সেটা বলছে না।’ অথচ সরকার বলছে, আতঙ্কের কারণ নেই। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ সরকারের সংশ্লিষ্ট কর্তারা বলছেন, ‘করোনাভাইরাসের নতুন ধরনের বিষয়টি তাদের নলেজে এসেছে। আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। বিষয়টি পর্যালোচনা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আইইডিসিআরে কয়েকটি স্যাম্পল পরীক্ষা করে দেখা হবে। বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’ ওদিকে আফ্রিকার দেশ নাইজেরিয়ায় করোনাভাইরাসের আরেকটি নতুন রূপ শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার আল জাজিরার খবরে বলা হয়, আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির প্রধান জন এনকেনগসাং এ বিষয়ে বলেছেন, ‘নাইজেরিয়ায় শনাক্ত হওয়া করোনাভাইরাসটি যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার চেয়ে ভিন্ন ধরনের। এটা ভিন্ন বংশধারার। আমাদের কিছুটা সময় দিন। আমরা এখনো এই ভাইরাসটি নিয়ে গবেষণায় প্রাথমিক পর্যায়ে আছি।’

গত সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে নতুন বৈশিষ্ট্যের এই করোনাভাইরাস শনাক্ত হয়। তারপর তা গোটা যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ে। অক্টোবরে ব্রিটেনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের ৫০ শতাংশই এই নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের কবলে পড়েছেন। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে ৪৩ শতাংশ, পূর্ব ইংল্যান্ডে ৫৯ শতাংশ এবং লন্ডনে ৬২ শতাংশ নতুন সংক্রমণের পেছনে এ রূপান্তরিত স্ট্রেইন দায়ী। ইংল্যান্ডের প্রধান মেডিকেল কর্মকর্তা অধ্যাপক ক্রিস হুইটি বলেছেন, ‘গত কয়েক সপ্তাহে খুব দ্রুত এর সংক্রমণ বেড়েছে।’ করোনাভাইরাসের নতুন এ স্ট্রেইনটির ২৩টি ভিন্ন ভিন্ন পরিবর্তন দেখা গেছে। যুক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালান্স বলছেন, ‘অস্বাভাবিকভাবে বড় সংখ্যায় এর রূপান্তর দেখা গেছে।’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ভাইরাসের নতুন রূপান্তরিত স্ট্রেইন (ভিইউআই-২০২০১২/০১) ৭০ শতাংশ পর্যন্ত বেশি সংক্রামক হতে পারে। এ ছাড়া নতুন বৈশিষ্ট্যের এই করোনা ব্যাপক হারে শিশুদেরকে সংক্রমিত করছে। সে কারণেই উদ্বিগ্ন বিশ্ব। এদিকে করোনার সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে আবারও দেশব্যাপী লকডাউন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল শুক্রবার দ্য গার্ডিয়ান অনলাইন এ তথ্য জানিয়েছে।

করোনার আরেকটি নতুন রূপ শনাক্ত: আফ্রিকার দেশ নাইজেরিয়ায় করোনাভাইরাসের আরেকটি নতুন রূপ শনাক্ত হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, নাইজেরিয়ায় শনাক্ত হওয়া করোনাভাইরাসটি যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার চেয়ে ভিন্ন ধরনের। এটা ভিন্ন বংশধারার। অবশ্য এই ভাইরাসটি নাইজেরিয়ায় ছড়িয়েছে আগস্ট ও অক্টোবরের দিকে। সে সময় সংগ্রহ করা কিছু নমুনা পরীক্ষা করেই আফ্রিকান সিডিসি নতুন ধরনের এই ভাইরাসের সন্ধান পেয়েছে। অবশ্য সম্প্রতি নাইজেরিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বেশ বৃদ্ধি পেয়েছে। শতাংশের হিসাবে আগের চেয়ে ৫২ শতাংশ বেড়েছে সংক্রমণের হার। তাতে নাইজেরিয়ায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় লাখ ছুঁতে যাচ্ছে। যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার মতো নাইজেরিয়ায় সনাক্ত হওয়া নতুন ভাইরাসটিও খুবই সংক্রামক। সে কারণে আফ্রিকার দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে শুরু করে সীমান্ত বন্ধ করে দেওয়ার মতো বিষয়গুলো নিয়েও এখন ভাবতে হচ্ছে।

স্থানীয় দু-একটি রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞরা যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বাতিলের পরামর্শ দিলেও বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফ্লাইট বন্ধে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহাবুব আলী। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, যুক্তরাজ্যের সঙ্গে যোগাযোগ বন্ধ হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যুক্তরাজ্য থেকে আসা যাত্রীরা ৭ দিন কোয়ারেন্টিনে থাকবেন, কোয়ারেন্টিন শেষে তাদের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরে তারা বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টিন করবেন। কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তারা বলছেন, হোম কোয়ারেন্টিন বলে কিছু নেই। গত মার্চে দেশে করোনা মহামারি শুরুর পর দেশজুড়ে সেটি ছড়িয়ে পড়ার কারণ হিসেবেও তখন হোম কোয়ারেন্টিনকেই দায়ী করেছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্য জনস্বাস্থ্যবিদ আবু জামিল ফয়সাল গণমাধ্যমকে বলেন, ‘প্রথমেই উচিত ছিল যুক্তরাজ্য থেকে আসা ফ্লাইট বাতিল করা। কিন্তু সেটা তো হলো না, আর ফ্লাইট বাতিল না হলে পরবর্তীতে যে মারাত্মক কিছু ঘটতে পারে সে দায়-দায়িত্ব যারা বন্ধ করল না তাদের ওপরই বর্তাবে।’

তিনি বলেন, ‘দেশে এখন আইসিইউতে শয্যা নেই, স্বাস্থ্য অধিদফতরের নির্ধারিত তালিকার হাসপাতালের বাইরেও প্রতিটি হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। কোনোভাবে যদি নতুন এ স্ট্রেইন বাংলাদেশে ঢুকে যায় তাহলে সেটা ভয়ঙ্কর হবে এটা নিশ্চিত’। তিনি বলেন, ‘কেবল বিমানবন্দর দিয়ে মানুষ আসছে তা নয়, ২৬টি স্থল বন্দর, নৌ-বন্দর, সমুদ্র বন্দর-সবগুলোতেই সচেষ্ট হতে হবে। আমাদের অবস্থা যেখানে এতই নাজুক, সেখানে এই বন্দরগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ থাকা উচিত।’ যুক্তরাজ্যফেরতরা ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের পর হোম কোয়ারেন্টিনের থাকবেন- স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘হোম কোয়ারেন্টিন বলে কিছু নাই, কোনোদিন সম্ভব নয়’।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. বে-নজির আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘অন্য দেশ যা করেছে আমাদেরও তাই করা উচিত, যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করা উচিত।’ সাত দিনের কোয়ারেন্টিনের কথা বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বোচ্চ ব্যক্তি। কিন্তু আসলেই তাদের কোয়ারেন্টিন করা সম্ভব হবে কিনা মন্তব্য করে তিনি বলেন, ‘অতীত অভিজ্ঞতা সেটা বলে না’। তিনি বলেন, ‘এই ভেরিয়েন্ট যদি বাংলাদেশে আসে তাহলে সংক্রমণের হার বাড়বে, মৃত্যুহার বাড়বে। সংক্রমণের সংখ্যা বাড়লে রোগী বাড়বে, রোগী বাড়লে আনুপাতিক হারে হাসপাতালে ভর্তি বাড়বে এবং আনুপাতিক হারে আইসিইউ রিকোয়ারমেন্ট বেড়ে যাবেÑএটা অনেক বড় সমস্যা হবে আমাদের জন্য।’ তিনি আরও বলেন, ‘এই ভেরিয়েন্টে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। এতদিন শিশুদের আক্রান্তের হার বেশি না থাকলেও এখন সেটা বেড়ে যেতে পারে। আর যদি এই ভেরিয়েন্ট আরও পরিবর্তিত হতে থাকে , যদি ভ্যাকসিনের কার্যকারিতা হারিয়ে ফেলে, তাহলে সেটা হবে বড় সমস্যা।’

কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি নতুন এই স্ট্রেইন বিষয়ে সরকারের পদক্ষেপ কী হতে পারে বিষয়ে বৈঠক করেছে। সেখানে সাতদিন নয় ১৪ দিনের ফুল কোয়ারেন্টিন অর্থাৎ পরীক্ষা করে নেগেটিভ না আসা পর্যন্ত তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের কথা সুপারিশ করেছেন তারা। স্বাস্থ্যমন্ত্রীর হোম কোয়ারেন্টিন প্রসঙ্গে দেওয়া বক্তব্যের সমালোচনা করে কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘শুরুর দিকে চীনসহ নানা দেশ থেকে যারা এসেছেন তাদের ছেড়ে দিয়ে হোম কোয়ারেন্টিনের জন্য বলা হয়েছিল, কিন্তু সেটা ছিল প্রথম মারাত্মক ভুল। হোম কোয়ারেন্টিন বাংলাদেশে হয়নি, হবেও না।’ তিনি বলেন, ‘এই অভিজ্ঞতার পর যদি স্বাস্থ্য মন্ত্রণালয় হোম কোয়ারেন্টিন করার কথা বলে শিশুদের ঝুঁকিপূর্ণ অবস্থাতে ফেলে তাহলে সেটা আর ভুল হবে না, হবে ক্রাইম, ভীষণ বড় ক্রাইম। কারণ এটা শিশুদের বেশি সংক্রমিত করছে এবং শিশুদের জন্য কোনও ভ্যাকসিন নেই, ১৮ বছরের নিচে ভ্যাকসিন দেওয়া হবে না। কিন্তু এরাই এখন সবচেয়ে ঝুঁকিতে পড়তে যাচ্ছে।’ এদের কোনোভাবেই ঝুঁকিপূর্ণ অবস্থাতে ফেলা যাবে না মন্তব্য করে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘শিশুদের বাঁচানোর একমাত্র উপায় এই ভাইরাস থেকে তাদের দূরে রাখা। তাই অন্তত দুই সপ্তাহ যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ রাখা উচিত। অথবা যদি এসেই যায় তাহলে একেবারে নেগেটিভ না হওয়া পর্যন্ত তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা।’

করোনা নেগেটিভ সনদ ছাড়া দেশে ফেরা অব্যাহত : এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিষেধাজ্ঞা সত্ত্বেও আকাশপথে করোনা নেগেটিভ সনদ ছাড়া দেশে ফেরা অব্যাহত আছে। গত ২০ দিনে (৫ থেকে ২৪ ডিসেম্বর) বিভিন্ন এয়ারলাইন্সে মোট ৭৪ হাজার ২১৫ জন পরিবহন করে। তাদের মধ্যে এক হাজার ৯৯০ জন, অর্থাৎ গড়ে প্রতিদিন ৯৯ জন যাত্রী করোনা নেগেটিভ সনদ ছাড়া দেশে ফেরেন। সনদ ছাড়া যাত্রী পরিবহন করায় রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ একাধিক বিমান সংস্থাকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদেরও জরিমানা করা হয়। করোনাভাইরাসের সনদ ছাড়া আগতদের অধিকাংশই মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে ফেরেন। যারা সনদ নিয়ে আসেননি তাদের সবাই রাজধানীর উত্তরার দিয়াবাড়ি ও আশকোনা হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভিন্ন দেশের ২৪টি ফ্লাইটে তিন হাজার ৩৮ জন যাত্রী দেশে ফিরেছেন। তাদের মধ্যে ইস্তানবুল থেকে তুরস্ক এয়ালাইন্সের (টিকে-৭১২) আগত যাত্রীদের তিনজন এবং লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-২০২) দুজন যাত্রী সনদ ছাড়া আসেন। তাদেরকে উত্তরার দিয়াবাড়ির প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়।

গত বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত নিরাপত্তা মহড়ায় প্রধান অতিথির বক্তব্যকালে বলেন, করোনা সনদ ছাড়া কোনো এয়ারলাইন্স যাত্রী পরিবহন করতে পারবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন। বর্তমানে সংখ্যায় খুব বেশি না হলেও প্রতিদিনই করোনা সনদ ছাড়া যাত্রী আসা অব্যাহত রয়েছে। বার বার সতর্কতা ও আর্থিক জরিমানাতে শতভাগ সফলতা আসছে না। বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, আগের তুলনায় করোনা সনদ ছাড়া যাত্রীর সংখ্যা বহুলাংশে হ্রাস পেয়েছে। সনদ ছাড়া যাত্রী এলে স্বাস্থ্য বিভাগের কোয়ারেন্টাইনে পাঠানো ছাড়া অন্য কোনো কাজ নেই বলে মন্তব্য করেন তিনি।

গত ২০ দিনে আন্তর্জাতিক রুটে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীর সংখ্যা ছিল ৭৪ হাজার ২১৫ জন (৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত)। এ সময়ে বিভিন্ন ফ্লাইটে আগত এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা রোগীর সংখ্যা ছিল যথাক্রমে- তিন হাজার ৮৭৩ জন (৩০৪ জন কোয়োরেন্টাইনে), দুই হাজার ৯৫৭ জন (কোয়োরেন্টাইনে ১৯৫ জন), তিন হাজার ২২৩ জন (কোয়োরেন্টাইনে ২৩৫ জন) তিন হাজার ৫ জন (কোয়োরেন্টাইনে ৮০ জন), তিন হাজার ৫১৯ জন (কোয়োরেন্টাইনে ৪৮ জন), পাঁচ হাজার ৭৩৬ জন (কোয়োরেন্টাইনে ১১৮ জন), তিন হাজার ৮৪৭ জন (কোয়োরেন্টাইনে ৩০ জন), চার হাজার ১৩৫ জন (কোয়োরেন্টাইনে ২৩ জন), তিন হাজার ৮৮১ জন (কোয়োরেন্টাইনে ৪ জন), চার হাজার ৫০ জন (কোয়োরেন্টাইনে ২৬৫ জন), চার হাজার ২৭৯ জন (কোয়োরেন্টাইনে একজন), চার হাজার ৩৭৩ জন (কোয়োরেন্টাইনে ৪১৬ জন), চার হাজার ৪৭৮ জন (কোয়ারেন্টাইনে নেই), তিন হাজার ৫২ জন (কোয়ারেন্টাইনে একজন), তিন হাজার ২৮৪ (কোয়ারেন্টাইনে চারজন), দুই হাজার ৮২৬ জন (কোয়ারেন্টাইনে ১৫৫ জন), দুই হাজার ৪১৮ জন (কোয়ারেন্টাইনে দুজন) এবং তিন হাজার ৪৩ জন (কোয়ারেন্টাইনে পাঁচজন)।

যুক্তরাজ্যে ফের লকডাউন হতে পারে: করোনার সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে আবারও দেশব্যাপী লকডাউন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল শুক্রবার দ্য গার্ডিয়ান অনলাইন এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৫৭৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬৯ হাজার ৬২৫ জন। অবশ্য পরিসংখ্যান সংস্থাগুলো জানিয়েছে, মৃতের সংখ্যা ৮৬ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছে ৩৯ হাজার ৩৬ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৮৮ হাজার ছাড়িয়েছে। গত সপ্তাহে যুক্তরাজ্যে করোনার নতুন একটি রূপ শনাক্ত হয়। নতুন এই রূপটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে জনসন বলেছেন, করোনার নতুন রূপটির কারণে ইংল্যান্ড ‘নতুন করে উল্লেখযোগ্য চাপের মুখে।’ পরিস্থিতি মোকাবিলায় অঞ্চলভিত্তিক নিষেধাজ্ঞা, শনাক্ত পরীক্ষা জোরদার করা হবে। এমনকি দেশব্যাপী লকডাউনের সম্ভাবনাও রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেছেন, ‘নিশ্চিতভাবেই আমরা নতুন করে অনেক বেশি মাত্রার চাপ মোকাবেলা করছি, বিশেষ করে নতুন রূপটির বেলায়, যেটি দ্রুত ছড়িয়ে পড়ছে। বিগত দিনগুলোতে কী ঘোষণা করা হয়েছে তা হয়তো আপনারা দেখে থাকবেন এবং সেসব বিষয়ে অনেক বেশি দুঃখিত। আমি মনে করি জানুয়ারিতে পরিস্থিতির নিয়ন্ত্রণ হারানোর আগেই আমাদের এই ভাইরাসকে এখনই কবজা করতে হবে।’

‘আতঙ্কের কারণ নেই’: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) জীবতাত্ত্বিক গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান বলেন, গত নভেম্বরের শুরুতে বাংলাদেশ বিজ্ঞান এবং শিল্প গবেষণা পরিষদ করোনা ভাইরাসের পাঁচটি নমুনার জিনোম সিকোয়েন্সিং করে। বিশ্বে মোট সাতটি জিনোম সিকোয়েন্সিং হয়েছে। এর মধ্যে বাংলাদেশে পাঁচটি। তিনি বলেন, পরীক্ষার মাধ্যমে আড়াই মাস আগে করোনার নতুন ধরনে শনাক্ত পাঁচজনকে পাওয়া গিয়েছিল। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করেছি। কিন্তু দ্রুত ছড়ানো ছাড়া ক্ষতির কোনো কিছু দেখিনি। তিনি বলেন, নভেম্বরের মাঝামাঝিতে যুক্তরাজ্য করোনার জিনগত পরিবর্তনের বিষয়টি বলে। পরে পরীক্ষা করে দেখা গেছে, যুক্তরাজ্যের নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সঙ্গে বাংলাদেশের নতুন ধরনের করোনার মিল রয়েছে। ড. সেলিম খান বলেন, করোনাভাইরাসের নতুন ধরন কিভাবে দেশে এলো তা জানার জন্য স্যাম্পল দেওয়া পাঁচজনের বিষয়ে সার্বিক তথ্য সংগ্রহ করা হয়। তারা লন্ডন গিয়েছিল কি না, কিংবা লন্ডন থেকে আসা ব্যক্তিদের সংস্পর্শে গিয়েছিল কি না, সার্বিক বিষয়। করোনা ভাইরাসের নতুন ধরনে আক্রান্ত কি না, সেজন্য আরো ৭০০ পরীক্ষা করা হবে জানিয়ে তিনি বলেন, এ জন্য বিদেশ থেকে কিট আনা হচ্ছে। করোনা মোকাবেলায় গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ বলেন, করোনা ভাইরাসের নতুন ধরন রোগ ছড়ানোর ক্ষমতা তীব্রতর। তবে ক্ষতির কোনো প্রমাণ মেলেনি। তাই সঠিক প্রমাণ পাওয়ার আগে জনমনে প্রভাব বিস্তার করে এমন কিছু নিয়ে আগাম উপসংহার টানা ঠিক হবে না। আরো সতর্ক ও তীক্ষ পর্যবেক্ষণ করে উপসংহার টানা উচিত। তিনি বলেন, করোনার বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। দেশে করোনায় মৃত্যু ও আক্রান্তের হার যেহেতু একই অবস্থানে আছে তাই আতঙ্কিত হওয়ার কারণ নেই। সবার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বলেন, আইইডিসিআরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। এ নিয়ে বিভ্রান্ত বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেশে করোনাভাইরাস আগের মতো একই অবস্থায় আছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা ভাইরাসের নতুন ধরনের বিষয়টি আমাদের নলেজে এসেছে। তবে বিসিএসআইআর স্বাস্থ্য বিভাগকে অবহিত করেনি। তিনি বলেন, করোনার নতুন ধরন নিয়ে আরো খোঁজখবর নেওয়া হচ্ছে। বিষয়টি পর্যালোচনা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইইডিসিআরে কয়েকটি স্যাম্পল পরীক্ষা করে দেখা হবে। বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

সড়কে ঝরলো দুই র‍্যাব সদস্যসহ তিন প্রাণ

‘খাদ্য নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করেছে’

বিডিইউ এর সাথে টোকিও গোগাকু গাক্কো (টিজিজি) এর এমওইউ স্বাক্ষর

সেনবাগে আড়াই মাস পর প্রবাসীর স্ত্রীর লাশ উত্তোলন

আ. লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি দেশের উন্নয়ন ও অগ্রগতিকে দমিয়ে রাখতে পারবে না : নৌপরিবহন প্রতিমন্ত্রী

২০২২ সালের গ্লোবাল ব্র্যান্ডে সেরা পাঁচ এ স্যামসাং

বাংলাদেশ-ভারত তিনটি সমঝোতা স্মারক সই

নরসিংদীর সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ

সরকারি সম্পদের সর্বোচ্চ সৎব্যবহার নিশ্চিত করার নির্দেশ আইজিপি’র

গেন্ডারিয়ায় জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদিসহ ১ জন গ্রেফতার

ব্রেকিং নিউজ :