অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: পূবালী ব্যাংক লিমিটেডের লীজ ফাইন্যান্সিং বিভাগ প্রধান উপমহাব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (১৯ জুলাই) ভোর ৪.২০টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি …. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম রফিকুল ইসলাম ১৯৯৭ সালে পূবালী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার (শিক্ষানবীশ) হিসেবে যোগদান করে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। তিনি শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধানসহ বিভিন্ন গুরত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে পূবালী ব্যাংক লিমিটেড পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।