ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন:
গত ২৪ ঘন্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে মমেক ও রামেক ও চাঁদপুরে ৫১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) মারা গেছে ২২ জন, চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১৫ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) মারা গেছে ১৪ জন। গতকাল মঙ্গলবার সকাল ৮ টা থেকে আজ বুধবার সকাল ৮ টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
এদিকে রাজশাহীতে মারা যাওয়া ১৪ জনের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৮ জন এবং করোনা নেগেটিভ হওয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে। সরকারী হিসাবমতে রাজশাহী জেলায় ৪ জন নাটোর জেলায় ৪ নওগাঁ জেলায় ২ জন, কুষ্টিয়ার ১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন ও চুয়াডাঙ্গার জন মারা গেছে। সব মিলিয়ে ৬৫তম দিনে রামেকে মারা গেলো ৯৬৪ জন।
এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) মারা গেছে ২২ জন। তারমধ্যে করোনায় ১০ জন ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ১২ জন। মারা যাওয়াদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৭ জন, নেত্রকোনা জেলার ৩ জন ও টাঙ্গাইল জেলার ২ রয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন আজ বুধবার (৪ আগষ্ট) সকালে এ তথ্য জানিয়ে বলেন, গত ২৪ ঘন্টায় ১ হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষায় আরো ৩৮০ জনের দেহে নতুন করে করানো শনাক্ত করা হয়েছে। এ জেলায় এ করোনায় আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৩৭৫ জন। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে ১১ হাজার ৮৮১ জন।
অপরদিকে, চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১৫ জন। এরমধ্যে আইসোলেশন ইউনিটে ১২ জন ও কচুয়া উপজেলায় ৩ জন। গত সোমবার দুপুর ২ টা থেকে গতকাল মঙ্গলবার রাত ১২ টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।