নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৭২৫ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৪৪শতাংশ।
এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পনের হাজার ৩৩১ জন। মোট আক্রান্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ। এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৪ জন, সুবর্ণচরে ৫ জন, বেগমগঞ্জে ৬০ জন, সোনাইমুড়ীতে ১৩ জন, চাটখিলে ২০ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে রয়েছে ২৩জন। মৃত্যুর হার ১ দশমিক ১৭ শতাংশ।
আজ বৃহস্পতিবার ( ২৯ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বুধবার রাত ১১টার দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।
ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৯জন, বেগমগঞ্জ ১৫ জন,সুবর্ণচর ৭জন,হাতিয়া ৬জন, চাটখিলে১৮ জন, সোনাইমুড়ী ১৫জন, কোম্পানীগঞ্জে ৪৭ জন, সেনবাগে ৪৬, কবিরহাটে ১৫ জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৪৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ৯৭শতাংশ।
এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ৮০৫ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ১১৪ জন ও আইসোলেশনে গত ২৪ ঘন্টায় কোন রোগী চিকিৎসাধীন নেই।