300X70
মঙ্গলবার , ১৩ জুলাই ২০২১ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

করোনায় নোয়াখালীতে আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২১৪

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১৩, ২০২১ ১০:৩৬ পূর্বাহ্ণ

প্রতিনিধি, নোয়াখালী:
গত ২৪ঘন্টায় নোয়াখালীতে নতুন করে আরও ২১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৬৫৬ জনের নমুনা পরীক্ষায় বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৬২শতাংশ।

এনিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৯৩৬ জন। আক্রান্তের হার ১২ দশমিক ৪৫শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে নোয়াখালী জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫৯ জনে। তার মধ্যে সদর উপজেলায় মারা গেছে ২৯ জন, সুবর্ণচরে ৪ জন, বেগমগঞ্জ ৫৬ জন, সোনাইমুড়ীতে ৯ জন, চাটখিল ১৬ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জ ৪ জন, কবিরহাটে ২১ জন। মৃত্যুর হার ১দশমিক ২৩ শতাংশ।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে সোমবার রাত ৯টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

ডা.মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬৬জন, সুবর্ণচরে ৮ জন, হাতিয়া ২ জন, বেগমগঞ্জ ৩৪ জন, চাটখিল ৩৩জন, সেনবাগ ৯জন, কোম্পানীগঞ্জ ৩৫ জন, কবিরহাটে ২৭ জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৮ হাজার ৫১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ২৪শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ৭২৬ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৭১ জন ও আইসোলেশনে রয়েছেন ৬ জন।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :