নতুন বছরের প্রথম দিন থেকেই কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা
বাহিরের দেশ ডেস্ক: মহামারি করোনা দিন দিন বাড়লেও পাশাপাশি বাড়ছে সুস্থতার হাড়। সবশেষে তথ্য অনুযায়ী সারাবিশ্বে করোনায় সুস্থ হয়েছেন ৬ কোটির বেশি মানুষ। আর এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৪৯ লাখের বেশি মানুষ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৮ হাজার ১শ’ ৩৮ জন। এখন পর্যন্ত মোট প্রাণহাণি ১৮ লাখ ৪৩ হাজারের বেশি।
এদিকে ২০২১ সালের প্রথম দিন থেকেই কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। পহেলা জানুয়ারি করোনায় মারা যায় ৯ হাজার ৪৭০ জন। একদিন আগে সংখ্যা ছিল ১৩ হাজারের বেশি। যদিও করোনাভাইরাসের নতুন ধরনটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ৩২টি দেশে।
যুক্তরাজ্যে ব্যাপক হারে বেড়েছে করোনার এই নতুন ধরনটির সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় মহামারি শুরুর সময়ে তৈরি করা জরুরি হাসপাতালগুলো পুনরায় চালু করেছে যুক্তরাজ্য। এ ছাড়া লন্ডনে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ায় আবারও বাড়ছে করোনা সংক্রমণ