প্রতিনিধি. রাজশাহী
করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলার ৭ জন, পাবনা জেলার ৫ জন, নওগাঁ জেলার ৪ জন, নাটোর জেলার ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলার ১ জন ও ঝিনাইদহ জেলার ১ জন মারা গেছে বলে জানা যায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭তম দিনে এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৩৭ জনে।
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুই ল্যাবে গত ২৪ ঘন্টায় মোট পরীক্ষা হয়েছে ৪১৩ জনের। এরমধ্যে ৯৩ জনের দেহে শনাক্ত হয় করোনা। পরীক্ষা বিচেচনায় করোনা শনাক্তের হার ২২.৫১%।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ২০ টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৫১৩ টি। তারমধ্যে রোগী ভর্তি হয়েছে ৩৯৯ জন। এদিকে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৫৫ জন।