ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন:
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলা আরো ১২৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, খুলনার চার হাসপাতালে ১৬ জন, চট্রগ্রাম বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ২০ জন, কিশোরগঞ্জ জেলায় ৫ জন, কুমিল্লা জেলায় ৫ জন, ময়মনসিংহ জেলায় ১৭ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২ জন, টাঙ্গাইলে ৩ জন, ফরিদপুর জেলায় ৭ জন, দিনাজপুর জেলায় ৫ জন, কুষ্টিয়া জেলায় ১১ জন ও নোয়াখালী জেলায় একজনের মৃত্যু ও একদিনে ২২৮ জনের দেহে করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল বুধবার(২৮ জুলাই) সকাল ৮ টা থেকে আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাঙলা প্রতিদিনের প্রতিনিধিরা।
প্রতিনিধি, রাজশাহী থেকে জানান: গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও করোনা উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। আর একদিনে রাজশাহীর দুই ল্যাবে শনাক্ত অনুযায়ী নতুন করে আক্রান্ত হয়েছে আরো ১২৪ জন। এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯তম দিনে মোট মারা গেলো ৮৭২ জন। মারা যাওয়াদের মধ্যে রাজশাহী জেলার ৪ জন, পাবনা জেলার ৫ জন, নাটোর জেলার ৩ জন, কুষ্টিয়া জেলার ২ জন, চাপাইনবাবগঞ্জ জেলার ১ জন নওগাঁ জেলার ১ জন ও বগুড়া জেলার একজন।
প্রতিনিধি, খুলনা থেকে জানান: গত ২৪ ঘন্টায় খুলনার চার হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৬ জন। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৭ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে ৩ জন, জেনারেল ১ জন, গাজী মেডিকেল হাসপাতালে ৫ জন। গতকাল বুধবার খুমেক আরটি-পিসিআর ল্যাবে ৩১১ নমুনা যার মধ্যে ২৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০২ জনের দেহে শনাক্ত হয় করোনা।
প্রতিনিধি চট্রগ্রাম থেকে জানান: গত ২৪ ঘন্টায় চট্রগ্রাম বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে আরো ১৭ জন। এনিয়ে চট্রগ্রাম বিভাগে মৃত্যুর সংখ্যা হলো ৯৪৯ জন। আর একদিনে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩শ’ ১৫ জন। মোট করোনা আক্তান্ত হয়েছে ৭৯ হাজার ৭৫১ জন।
প্রতিনিধি, কিশোরগঞ্জ থেকে জানান: গত ২৪ ঘন্টায় কিশোরগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন। আর নতুন করে এ জেলায় আক্রান্ত হয়েছে ১৩২ জন।
প্রতিনিধি, কুষ্টিয়া থেকে জানান: গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১১ জন। আর নতুন করে এ জেলায় আক্রান্ত হয়েছে ১৪৯ জন।
প্রতিনিধি, নেয়াখালী থেকে জানান: গত ২৪ ঘন্টায় নোয়াখালী জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ জন। আর নতুন করে এ জেলায় আক্রান্ত হয়েছে ২২৮ জন।