গোপালগঞ্জ প্রতিনিধি: করোনা (কোভিড-১৯) প্রতিরোধে সর্বস্তরের জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারনা শুরু হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানার দিক নির্দেশনায় গতকাল মঙ্গলবার থেকে জেলা তথ্য অফিসের ৩টি ইউনিট বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালায়।
প্রচারণায় জনসাধারণকে সন্ধ্যা ৬ টা থেকে পরের দিন ভোর ৬ টা পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যেতে নিষেধ করা হচ্ছে।
এরপরও জরুরী প্রয়োজনে কেউ ঘরের বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হচ্ছে। গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মোঃ মুঈনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সহকারী তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মচারীদের নিয়ে ৩টি ইউনিটে বিভক্ত হয়ে জেলা শহর সহ আশপাশের এলাকায় এ প্রচার-প্রচারনা কর্মসূচি অব্যাহত রেখেছেন।
উল্লেখ্য, দেশ জুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশে ইতোমধ্যেই সরকার ঘোষিত ৭ দিনের লকডাউন চলছে। তাই জনসচেতনতায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের দিকনির্দেশনায় জেলা তথ্য অফিসের এ উদ্যোগ।