নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
করোনা সংক্রমণ প্রতিরোধে ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়ে লংকাবাংলা ফাউন্ডেশন কর্তৃক সুরক্ষা সামগ্রী হস্তান্তর কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এ কর্মসূচির আয়োজন করে লংকাবাংলা। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ফরিদপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. তানসিভ জুবায়েরের নিকট সুরক্ষা সামগ্রীসমূহ হস্তান্তর করেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুল হাসান, এফসিএ।
এ সময় অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আরও উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্সের মোহাম্মদ হাফিজ আল আহাদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হিউম্যান রিসোর্স ডিভিশন প্রধান; মুহাম্মদ হাবিব হায়দার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, জেনারেল ইনফ্রাস্ট্রাকচার এন্ড সার্ভিসেস ডিভিশন প্রধান; মোহাম্মদ শাহাদাত হোসেন, সিনিয়র ম্যানেজার, ফরিদপুর ব্রাঞ্চ প্রধান ও ফরিদপুর জেনারেল হাসপাতালের ডা. আবু আহমেদ আব্দুল্লাহ (মাসুদ), সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) প্রমুখ।
লংকাবাংলা ফাউন্ডেশন সুরক্ষা সামগ্রী হস্তান্তর কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ে ভিটিএম স্টিক ও টিউব, ৩ লেয়ার বিশিষ্ট সার্জিক্যাল মাস্ক, এন-৯৫ মাস্ক, কেএন-৯৫ মাস্ক, হেক্সিসল হ্যান্ড স্যানিটাইজার, অক্সিজেন সিলিন্ডারসহ ফুল সেট, পালস অক্সি মিটার ইত্যাদি বিতরণ করে।
উল্লেখ্য, করোনাজনিত সংক্রমণ মোকাবিলায় দেশের ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকির মুখে থাকা পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার কথা বিবেচনা করে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে লংকাবাংলা ফাউন্ডেশন ওই কর্মসূচির আয়োজন করে।