নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির মহাখালি মার্কেটে কখনোই আর দোকান হবে না, সদ্য নির্মিত কোভিড ডেডিকেটেড হাসপাতালটি জনগণের জন্য স্থায়ীভাবে থেকে যাবে।
আজ শনিবার (১৫ মে) দুপুরে, রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগরভবনে সাংবাদিকদের একথা জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, এ হাসপাতালটিতে নিয়মিত চিকিৎসা সেবা চলবে।
ঢাকা উত্তরের মেয়র আতিকুল হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, সিটি করপোরেশনের রাস্তা দখল করে যারা বাড়ি করেছেন, তাদের কোনো নোটিশ দেয়া হবে না, স্বেচ্ছায় চলে যেতে হবে তা না হলে বাড়ি ভেঙে দেয়া হবে। এছাড়াও এডিস মশার জন্ম ঠেকাতে বাড়িতে, ছাদে, ফুলের বাগানে তিনদিনের জমা থাকা পানি ফেলে দেয়ার আহ্বান জানান তিনি।
মহাখালী কাঁচাবাজারের ছয় তলা বিশিষ্ট এক লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনের ফাঁকা ভবনে গত ১৮ এপ্রিল চালু হয় দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’। হাসপাতালটি পূর্ণাঙ্গ হলে রোগীদের জন্য ২১২টি আইসিইউ, ২৫০টি এইচডিইউ ও ৫৪০টি আইসোলোটেড হাই কেয়ার রুম থাকবে। ৫০০ জনেরও বেশি করোনা রোগীকে একসঙ্গে উচ্চ-প্রবাহের অক্সিজেন সরবরাহ করা যাবে।
এদিকে, ১৫০ জন চিকিৎসক হাসপাতালে যোগদান করেছেন, নার্স যোগদান করেছেন ২০০ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী যোগদান করেছেন ৩০০ জনের মতো। এছাড়া এই হাসপাতালে সেনা, বিমান ও নৌবাহিনীর প্রায় ১৫০ জন চিকিৎসক ও বিভিন্ন বিষয়ে দক্ষ কর্মীরা সহযোগিতা করছেন।