সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ সাতজনের মধ্যে তিনজনের মৃতদেহ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার সকালে দুটি এবং বুধবার গভীর রাতে একজনের মৃতদেহ উদ্ধার হয়।
কর্ণফুলী থানার ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ডের ঘাটের কাছে মঙ্গলবার রাতে ‘এফভি মাগফেরাত’ নামের মাছ ধরার ট্রলারটি নদীতে ডুবে যায়। ট্রলারে থাকা সাতজন নিখোঁজ হন তখন।
নৌ পুলিশের ওসি মো. একরাম উল্লাহ জানান, এখন পর্যন্ত ট্রলারের চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, ক্যাপ্টেন ফারুক বিন আব্দুল্লাহ ও ডক মেম্বার রহমত মিয়ার মরদেহ পাওয়া গেছে।
তিনি জানান, গভীর রাতে ব্রিজঘাট এলাকায় একজনের এবং সকালে পদ্মা-মেঘনা-যমুনা অয়েল সংলগ্ন অংশে ও ডাঙারচর এলাকার অন্য দুজনের মরদেহ পাওয়া গেছে। স্রোতের সাথে মরদেহগুলো মোহনার দিকে ভেসে এসেছিল।
ডুবে যাওয়া অন্যদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখনো কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিসের লিডার মো. হানিফ মিয়া।