সংবাদদাতা, যশোর: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ যশোর সেনানিবাসের ‘সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুলে’ কোর অব সিগন্যালস এর ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।
আজ মঙ্গলবার সকালে যশোর সেনানিবাসের সিগনাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সিগন্যালস এর ১০ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন তিনি।
অভিষেক অনুষ্ঠানে কোর অব সিগন্যালসের জেষ্ঠ্যতম অধিনায়ক এবং মাষ্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে গৌরবমন্ডিত কর্নেল কমান্ড্যান্ট র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
অভিষেক অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান পৌঁছানোর পর কোর অব সিগন্যালস এর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
অভিষেক অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ তার স্বাগত বক্তব্যে বলেন, আধুনিক কোর অব সিগন্যালস এর উন্নয়ন পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে বিদেশে পরিচালিত কার্যক্রম গতিশীল করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদ্য প্রস্তত থাকতে কোর অব সিগন্যালস এর সকল সদস্যদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান কোর অব সিগন্যালস এর বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন।