বাঙলা প্রতিদিন প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ডাকাতি, ছিনতাইকারীসহ চোরাই মোবাইল উদ্ধারের ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (১১ মে) দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে দেশের শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনয়নকৃত ৩৪৪টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এসময় ১ জন মোবাইল চোরাকারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোক্তার (৩৬) কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহারপুর গ্রামের ইলিয়াসওে মোমিনা খাতুনের ছেলে। এ সময় তার নিকট হতে চোরাচালানকৃত মালামাল বহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ এবং চোরাচালানকৃত ৩৪৪টি মোবাইল ফোন ও ৩৪৪টি মোবাইল চার্জার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ ভারত হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মোবাইলের মার্কেট ও দোকানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।