জাহিদুল ইসলাম: সাতক্ষীরার কলারোয়া হতে ২৫০ বোতল ফেন্সডিল সহ মোঃ রবিউল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যাবসায়ী কে আটক করে র্যাব-৬, ঝিনাইদহ।
র্যাব সুত্রে জনাগেছে ৩০ নভেম্বর গোপন সংবাদেরর ভিত্তিতে চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এর নেতৃত্বে সাতক্ষীরা জেলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। নিমিত্তে গমন করেন। কলারোয়া থানাধীন কাজীরহাট মেসার্স ডেলমা ফিলিং ষ্টেশন লিমিটেড এর সামনে থেকে রবিউল কে আটক করা হয়। সে যশোর জেলার শার্শা থানার বাঘাছড়া গ্রামের আঃ রহমের পুত্র। এসম তার কাছ থেকে ২৫০ বোতল ফেন্সিডিল, ০১ টি মোবাইল সেট, ০২ টি সীম কার্ড উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারার মামলা করা হয়েছে।