300X70
সোমবার , ৩ জুলাই ২০২৩ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কাঁচা মরিচ এখন ৩০০ টাকা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৩, ২০২৩ ১:১০ অপরাহ্ণ

রাজবাড়ী প্রতিনিধি : একদিনের ব্যবধানে সেটির দাম কমে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানির খবরে রাজবাড়ীতে কাঁচা মরিচের বাজার কিছুটা স্থিতিশীল হয়েছে।

গতকাল পর্যন্ত যে কাঁচা মরিচ খুচরা বাজারে ৬০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে একদিনের ব্যবধানে সেটির দাম কমে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

দুই একদিনের মধ্যে দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ঈদের আগে রাজবাড়ীতে কাঁচা মরিচ ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হলেও ঈদের পরদিন থেকে ৬০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।

গতকাল পর্যন্ত প্রতিকেজি কাঁচা মরিচ ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়েছে। তবে সোমবার (৩ জুলাই) সকাল থেকে সেই কাঁচা মরিচ প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিন সকালে রাজবাড়ীর শ্রীপুর বাজার, নতুন বাজার ও বড় বাজার এলাকায় গিয়ে মরিচের দামের এই পরিবর্তন দেখা যায়।

এছাড়া পাংশা, বালিয়াকান্দি, কালুখালি ও গোয়ালন্দেও মরিচের দাম কমেছে।স্থানভেদে খুচরা বাজারে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

জানা গেছে, প্রচণ্ড খরায় ফলন কম আসায় ও গাছ নষ্ট হয়ে যাওয়ায় বাজারে কাঁচা মরিচ সংকট দেখা দিয়েছে।

এ সুযোগে হঠাৎ কাঁচা মরিচের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। তবে বিক্রেতাদের দাবি, বৃষ্টি ও পরিবহন সংকটে কমে গেছে মরিচের সরবরাহ।

তাই দাম ঊর্ধ্বমুখী। মূলত বর্ষকাল হওয়ায় ও ঈদের কারণে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে কাঁচা মরিচের। এইজন্য খুচরা বাজারে দাম বেড়েছে।

শ্রিপুর বাজারে কাঁচা মরিচ কিনতে আসা ক্রেতা আরিফুল ইসলাম বলেন, মরিচের দাম বেশি হওয়ায় এই কয়দিন কেনা হয়নি।

আজ ৩০০ টাকা কেজি হওয়ায় এক পোয়া মরিচ ৭৫ টাকা দিয়ে কিনলাম।

শ্রীপুর বাজারের কাঁচামাল ব্যবসায়ী জাহাঙ্গীর বলেন, ঈদের পর থেকেই পাইকারি বাজারে মরিচের দাম বেশি ছিল।

এছাড়া সরবরাহ কম থাকায় মরিচের দাম বাড়তি ছিল। তাই খুচরা বাজারে আমাদের ৬০০ টাকা কেজি বিক্রি করতে হয়েছে। পাইকারি বাজারে দাম কমায় আমরা ৩০০ টাকা কেজি বিক্রি করছি।

বড় বাজারের কাঁচামাল ব্যবসায়ী সিরাজ শেখ বলেন, একদিনের ব্যবধানে আমদানির খবরে কাঁচা মরিচের দাম কমেছে।

খুচরা বাজারে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

রাজবাড়ী পাইকারি বাজারে আড়তদার মোক্তার ট্রেডার্সের মালিক মো. মোক্তার হোসেন মিঠু বলেন, অতিবৃষ্টি ও পরিবহন সংকটের কারণে ঈদের পর বাজারে মরিচের সরবরাহ কমে যায়।

ফলে দাম বৃদ্ধি পায়। বর্তমানে ভারত থেকে কাঁচা মরিচের আমদানি হওয়ায় বাজারে মরিচের দাম কমেছে।
পাইকারি বাজারে মরিচ ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বৃষ্টি কমে গেলে আমাদের কৃষকরা খেত থেকে মরিচ তুলতে পারবে। তখন মরিচের দাম আরও কমে যাবে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

প্রাইম ব্যাংকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি

বাংলাদেশের বিরুদ্ধে পুরোপুরি পেশাদার থাকবে পাকিস্তান

সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর শোক

বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২২ সমাপ্ত

বোট ক্লাবে ঘটে যাওয়া পরীমণিকাণ্ডের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

ইউক্রেনের ক্যাম্পে আটকে থাকা সেই ৪ বাংলাদেশি ছাড়া পেয়েছেন

এ বছরই মেট্রোরেল ও কর্ণফুলী টানেল উদ্বোধন করা হবে : প্রধানমন্ত্রী

এগিয়ে চলছে দুই পর্বের বিশ্ব ইজতেমার কাজ

মৌলভীবাজারে বাস চাপায় পুলিশ সদস্য নিহত

ব্রেকিং নিউজ :