নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর কাপ্তানবাজার কসাইপট্টির পাইকারি বাজারে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া দোকানের ভেতর থেকে ইয়াসিন (২১) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ শনিবার ভোর রাত ৪টা ৪৫ মিনিটে পাইকারি বাজারের একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দেড় ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। আগুন লাগার খবর পেয়ে প্রথমে ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও দুটি ইউনিট যুক্ত করা হয়। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যায় অর্ধশতাধিক দোকান।
ঘটনাস্থল থেকে সকাল আটটার দিকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মো. ইয়াসিন (২১), তার বাড়ি কিশোরগঞ্জ। তিনি ‘ভূঁইয়া মটরস’ নামে একটি দোকানের কর্মচারী ছিলেন।