300X70
বুধবার , ২ নভেম্বর ২০২২ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কারখানায় যাওয়ার পথে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ২, ২০২২ ১০:৫১ পূর্বাহ্ণ

সংবাদদাতা, ধামরাই: ঢাকার ধামরাইয়ে কারখানায় যাওয়ার পথে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

আজ বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার বালিথা এলাকায় গ্রাফিক্স ডিজাইন কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান।

নিহতরা হলেন- মো. ইসরাফিল ও তার স্ত্রী স্বপ্না বেগম। তারা ধামরাইয়ের সানোরা ইউনিয়নের শোলধন এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবর সকাল সাড়ে ৭টার দিকে স্বামী-স্ত্রী বাইসাইকেলে গ্রাফিক্স ডিজাইন কারখানায় কাজে যাচ্ছিলেন।ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি বাস তাদের ধাক্কা দেয়। এ সময় সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা অপর একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :