কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার ফসলের মাঠে শুরু হয়েছে রোপা আউশ ধান কাটার উৎসব। উপজেলার বিভিন্ন এলাকায় রোপা আউশ ধানের বাম্পার ফলন হয়েছে।
রোপা আউশের ফলন দেখে কৃষকের মুখে ফুটেছে তৃপ্তির হাসি। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন হওয়ায় আউশ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।
কালকিনি উপজেলার কৃষকরা উন্নত জাতের (ব্রি. ধান-৪৮) রোপা আউশ ধান চাষ করে অন্যান্য বছরের তুলনায় বেশি ফলন পেয়েছেন।
তবে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের রোপা আউশের আবাদ বেশি হয়েছে।
পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতির হাট এলাকার কৃষক মোঃ উজ্জল জানান, এই বছর সরকার কৃষকদের বিভিন্ন ধরনের প্রণোদনা ও বীজ, সার দিয়ে চাষীদের উৎসাহিত ও সহযোগিতা করেছে। তাই ব্যাপকভাবে রোপা আউশ চাষে উৎসাহিত হয়েছে।
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জোবায়েত হোসেন বলেন, উপজেলার কৃষকরা পূর্বে স্থানীয় রোপা আউশ ধানের আবাদ করতেন। এই বছর সরকার কৃষকদের বিভিন্ন ধরনের প্রণোদনা ও বীজ, সার দিয়ে চাষীদের উৎসাহিত ও সহযোগিতা করায় পূর্ব এনায়েতনগরে ৩০ একর জমিতে রোপা আউশ এর চাষ হয়েছে। এতে কৃষকেরা উৎসাহিত হয়ে ব্যাপক চাষ করেছেন এবং বাম্পার ফলন হয়েছে। উপজেলার লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে।
কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিল্টন বিশ্বাস বলেন, আমরা উপজেলার প্রতিটি কৃষকে বিভিন্ন ধরনের প্রণোদনা ও বীজ, সার দিয়ে চাষীদের উৎসাহিত ও সহযোগিতা করে আসছি।