বগুড়া প্রতিনিধি : কালবৈশাখী ঝড়ে বগুড়ার আদমদীঘির একটি গ্রাম পুরো লন্ডভন্ড হয়ে গেছে। অসংখ্য বাড়িঘর বিধ্বস্তের পাশাপাশি গাছপালা ও বৈদ্যুতিক তারের খুঁটি উপড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলার সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রামে ঘটনাটি ঘটে। ঝড়ের পর শুক্রবার সকালে এক যুবক ধান নিয়ে যাওয়ার সময় পরে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হন। ঝড়ে গৃহহারা মানুষজন বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।
সরেজমিন শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে জানাযায়, উপজেলার পশ্চিম ছাতনী গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড়ে প্রায় অর্ধশতাধীক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এদের মধ্যে ওই গ্রামের মন্ডল পাড়ার ইটভাটা শ্রমিক জহুরুল ইসলামের ৪ টি ঘরের টিনের ছাউনি উঠে গেছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং আবসাবপত্র ভেঙে প্রায় আড়াইলাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি।
একই মহল্লার খলিলুর রহমান, আলী আজগর, নজরুল ইসলামও প্রায় সমপরিমান ক্ষতির সম্মুখিন হয়েছেন। এছাড়া মৃধাপাড়ার বিধবা নুরজাহানের তিনটি ঘরের টিনের ছাউনি উঠে গিয়ে প্রায় লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই রকম ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়েছেন বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলীও। এদের মধ্যে এখন নিরুপায় হয়ে অনেকেই খোলা আকাশের নিচে নিচে দিন কাটাচ্ছেন।
সান্তাহার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার সমাজ খান জানান, রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তাণ্ডবে প্রায় ৫০টি ঘর ভেঙে যায়, উড়ে যায় বেশকিছু ঘরের চাল। খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ঝড়ে ক্ষতিগ্রস্ত গৃহহীনরা। ক্ষতিগ্রস্তদের জন্য দ্রæত সরকারি সহযোগিতার দাবি জানান তিনি।
উপজেলার সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি জানান, ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শুক্রবার সকালে খবর পেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামের মহল্লায় ছুটে যাই। সেখানে পৌছানোর পর ঝড়ে পরে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত এক যুবককে আমি নিজেই উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করাই। ঝড়ে প্রায় ৫০টির অধিক বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বুঝে সহায়তার জন্য বিষয়টি ইউএনও মহোদয়কে জানানো হবে।