বাহিরের দেশ ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজৌরির এক সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলায় ৩ সেনা সদস্য নিহত ও দুই জন আহত হয়েছেন। সেনাবাহিনীর পাল্টা গুলিতে দুই হামলাকারীও নিহত হয়।
বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোরে এই হামলার ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
এনডিটিভি জানিয়েছে, হামলাকারীরা ভোরের দিকে ঘাঁটির চারদিকে থাকা বেষ্টনি ভাঙার চেষ্টার সময় তাদের শনাক্ত করে সেনা সদস্যরা। এরপরই উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিজিপি) মুকেশ সিং বলেন, পারগালে সেনা শিবিরের বেষ্টনি কেউ পার হওয়ার চেষ্টা করে। টহল সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে এবং গোলাগুলি শুরু হয়। এ সময় তিন সেনা সদস্য নিহত ও দুই জন আহত হয়েছেন।