আনন্দ ঘর ডেস্ক : বর্ষীয়ান অভিনেতা, বলিউডের কিংবদন্তি দিলীপ কুমার মারা গেছেন। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে এতে বলা হয়েছে, আজ বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ অভিনেতার মৃত্যুতে ভারতের চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমেছে।
‘পদ্মবিভূষণ’-এ সম্মানিত অভিনেতা ‘দেবদাস’, ‘ক্রান্তি’, ‘মোগল-ই-আজম’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন। ১৯৯৪ সালে ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কারও পান ইউসুফ খান ওরফে দিলীপ কুমার।
বর্ষীয়ান এ বলিউড অভিনেতা গত বছর নিজের দুই ছোট ভাইকেও হারিয়েছেন। ৮৮ বছরের আসলাম খান এবং ৯০ বছরের আহসান খান দু’জনেই প্রাণ হারান মরণঘাতী কোভিডে।