মাঠে মাঠে ডেস্ক : করোনাভাইরাসের কারণে মাঝপথেই স্থগিত করে দেয়া হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৪তম আসর। টুর্নামেন্টের বাকি ছিল আরও ৩১টি ম্যাচ। হুট করেই বন্ধ হয়ে যাওয়ায় করোনার হাত থেকে বাঁচতে দ্রুততম সময়ের নিজ নিজ দেশে ফিরে গেছেন আইপিএলের বিদেশি ক্রিকেটাররা।
তবে ভারতে যদি আবার আইপিএল শুরু হয় অর্থাৎ বাকি অংশ ভারতেই আয়োজন করা হয়, তাহলে সেখানে যেতে কোনো সমস্যা নেই নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশামের। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলার জন্য আবার ভারতে যাবেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার ভারত ছেড়ে নিউজিল্যান্ডের অকল্যান্ডে পৌঁছেছেন দেশটি থেকে আইপিএল খেলতে যাওয়া খেলোয়াড়দের একাংশ। অকল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টাইন করে তারপর যার যার বাড়িতে যেতে পারবেন তারা। হোটেল রুমে বসেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নিশাম।
নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম নিউজহাবকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি সবকিছু জেনেবুঝেই আইপিএল খেলতে গিয়েছিলাম। আমি জানতাম এখানে বাঁধা আসতে পারে। তবু টুর্নামেন্ট শেষ হওয়ার আগে না ফেরার প্রত্যয় নিয়েই ভারতে গিয়েছিলাম।’
তিনি আরও যোগ করেন, ‘অনেকের হয়তো এ বিষয়ে ভিন্ন মত থাকতে পারে। তবে পেশাদার খেলোয়াড় হিসেবে এটাই আমার কাজ। আপনাকে অসংখ্যবার বিভিন্ন দেশে সফর করতে হয়। কখনও মাঠে নেমে সেই কাজ শেষ না করে নিশ্চয়ই ফিরতে পারেন না আপনি।’
এসময় নিশাম নিশ্চিত করেন, আইপিএল শুরু হলে আবারও যেতে সমস্যা নেই তার। তিনি বলেছেন, ‘আমি আবার নাম লেখাবো। বিশেষ করে ভ্যাকসিন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে কাজটা আরও সহজ। আমার মনে হয় না, কেউ ভাবতে পেরেছিল যে, এত দ্রুত সবকিছু এভাবে ভেঙে পড়বে এবং আমরা প্রথম বিমানে চড়ে ফিরে আসব।’