300X70
রবিবার , ৯ জানুয়ারি ২০২২ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কিরাত সম্মেলন থেকে ফেরার পথে প্রাণ গেল ৩ মাদ্রাসাছাত্রের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৯, ২০২২ ৯:১৬ পূর্বাহ্ণ

সংবাদদাতা, বাগেরহাট: আন্তর্জাতিক কিরাত সম্মেলন থেকে ফেরার পথে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাক-মাহেন্দ্রা মুখোমুখি সংঘর্ষে তিন মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার রাত দেড়টার দিকে উপজেলার শ্যামবাগাত মুনস্টার জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাফেজ আবদুল্লাহ, আব্দুল গফুর ও সালাহউদ্দীন।

নিহতদের মধ্যে সদর উপজেলার রনজিতপুর এলাকার হোসাইনের ছেলে আবদুল্লাহ, আব্দুল গফুরের বাড়ি রামপালের ঝনঝনিয়ায় এবং সালাহউদ্দীনের বাড়ি সাতক্ষীরায়। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমি মাদ্রাসার ছাত্র ছিল।

কাটাখালি হাইওয়ে থানার ওসি মো. আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষার্থীরা খুলনা আলিয়া কামিল মাদরাসায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে অংশগ্রহণ শেষে বাগেরহাটে সদর উপজেলার হাকিমপুর কওমি মাদ্রাসায় ফিরছিলেন সবাই। তারা খুলনা থেকে মাহেন্দ্রয় রওনা দেয়। এ সময় শ্যামবাগাত এলাকার মুনস্টার জুট মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সঙ্গে মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আহত হয় আরও চার যাত্রী।

দুর্ঘটনার পর পুলিশ নিহতদের কাটাখালী হাইওয়ে থানায় এবং আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :