300X70
মঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি ২০২২ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কিশোরগঞ্জের ইটনার ৯ ইউনিয়নে চেয়ারম্যান হলেন যারা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ৮, ২০২২ ৯:৫৩ পূর্বাহ্ণ

সংবাদদাতা কিশোরগঞ্জ: সপ্তম ধাপে কিশোরগঞ্জের ইটনা উপজেলার নয়টি ইউনিয়নে সোমবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯৪ জন ও সাধারণ সদস্য পদে ২৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে এবার দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী ইটনা সদর ইউনিয়নে সোহাগ মিয়া (চশমা) ৫ হাজার ১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উমর ফারুক (অটোরিকশা) পেয়েছেন ৪ হাজার ৮৭৫ ভোট।

চৌগাংগা ইউনিয়নে ছাইফুল ইসলাম (ঢোল) ২ হাজার ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফায়েল আহমেদ (চশমা) পেয়েছেন ১ হাজার ৮৮২ ভোট।
এলংজুরী ইউনিয়নে রুবেল মিয়া (মোটরসাইকেল) ২ হাজার ৩০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হাই (দুটি পাতা) পেয়েছেন ১ হাজার ৮২২ ভোট।

মৃগা ইউনিয়নে দারুল ইসলাম (ঘোড়া) ৪ হাজার ৩৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল করিম (আনারস) পেয়েছেন ৩ হাজার ২৩৩ ভোট।

জয়সিদ্ধি ইউনিয়নে মনির উদ্দিন (চশমা) ৪ হাজার ৩১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূরু মিয়া (আনারস) পেয়েছেন ৩ হাজার ৮৫৬ ভোট।

বাদলা ইউনিয়নে আদিলুজ্জামান ভূঞা (আনারস) ৪ হাজার ৪৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান (চশমা) পেয়েছেন ৩ হাজার ৭৭৮ ভোট।

বড়িবাড়ি ইউনিয়নে আবদুস ছাত্তার (আনারস) ১ হাজার ৬৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারিছ উদ্দিন (অটোরিকশা) পেয়েছেন ১ হাজার ৫৪৩ ভোট।

ধনপুর ইউনিয়নে প্রদীপ কুমার দাস (ঘোড়া) ৩ হাজার ৯৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হর নাথ দাস (আনারস) পেয়েছেন ৩ হাজার ৭৬৯ ভোট এবং রায়টুটী ইউনিয়নে মোহাম্মদ এনামুল হক খান মিল্কী (ঘোড়া) ৫ হাজার ৭০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়ছুল কবীর মনোয়ার হুসেন মিলকী (আনারস) পেয়েছেন ৪ হাজার ১৭৩ ভোট।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :