300X70
মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর ২০২১ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধার আত্মহত্যা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১৪, ২০২১ ১০:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: বরিশালের বাকেরগঞ্জে কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে শেফালী বেগম (৬০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন।

সোমবার সকালে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হিরাধর গ্রামে এই ঘটনা ঘটে। বৃদ্ধা শেফালী বেগম ওই গ্রামের করম আলী সিকদারের স্ত্রী।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফখর উদ্দিন জানান, করম আলী অত্যন্ত গরিব। তারা বিভিন্ন সমিতি থেকে কিস্তি তুলে সংসার চালান। বিভিন্ন জনের বাড়িতে কাজ করে সেই কিস্তির টাকা পরিশোধ করেন। সোমবার সকালে গ্রামীণ ব্যাংকের এক লোক কিস্তি নিতে এসেছিলেন। তখন করম আলী ঘরে ছিলেন না।

তিনি আরও জানান, হয়তো শেফালী কিস্তির টাকা দিতে পারেননি। এ জন্য কিস্তি উত্তোলনকারীর সঙ্গে কথা-কাটাকাটি হতে পারে। কিছুক্ষণ পরেই জানতে তিনি জানতে পারেন শেফালী বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তবে গ্রামীণ ব্যাংক উপজেলা কর্মকর্তা ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, ‘শেফালী বেগমের সঙ্গে আমাদের লোকের সাক্ষাৎ হয়নি। এ ছাড়া শেফালী বেগমের কিস্তির বকেয়া গ্রামীণ ব্যাংকে নেই। তিনি কী কারণে আত্মহত্যা করেছেন, তা আমরা বলতে পারব না।’

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :